Malda: প্রত্যেক উপভোক্তাকে ৭০০০ টাকা করে দিতে হবে! পঞ্চায়েত প্রধানের ভিডিয়ো ভাইরাল…


রণজয় সিংহ: উপভোক্তা প্রতি সাত হাজার টাকা করে তুলে দিতে হবে পঞ্চায়েত সদস্যদের, নির্দেশ গ্রাম পঞ্চায়েত প্রধানের। তৃণমূল প্রধানের এই নির্দেশ দেওয়ার ভিডিও ভাইরাল। এই ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল মালদার কালিয়াচক তিন নম্বর ব্লকে। যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতর প্রধান আব্দুল আহাদ। এই বিষয়ে প্রধানের বিরুদ্ধে মুখ খুলেছেন পঞ্চায়েতের বিরোধী সদস্য থেকে শাসক সদস্য ও। জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্তে নির্দেশ দিয়েছেন মালদার জেলা শাসক।

পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস ও বিজেপির সমর্থনে মালদার কালিয়াচক তিন নম্বর ব্লকের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন নির্দল থেকে নির্বাচিত আব্দুল আহাদ। যদি পরবর্তী সময়ে প্রধান তৃণমূলে যোগদান করেন। আর এই তৃণমূল প্রধানের বিরুদ্ধে বিডিও অফিসের নাম করে আবাসের উপভোক্তাদের কাছ থেকে সাত হাজার টাকা করে পঞ্চায়েত সদস্যদের কালেকশন করার নির্দেশের ভিডিও ভাইরাল। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কংগ্রেসের অভিযোগ এর সাথে তৃণমূলের বড় নেতাদেরও যোগ সাজানো রয়েছে। যদিও পাল্টা তৃণমূলের দাবি কেউ যদি অন্যায় করে দল তাকে রেয়াত করবে না। প্রশাসন ও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

আরও পড়ুন, Purba Midnapur: ফিল্মি কায়দায় গাড়ি নিয়ে ধাওয়া, ৩ কুখ্যাত ব্যাঙ্ক ডাকাতকে ধরল পুলিস

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *