এবার বিতর্কে স্কটিশ চার্চ কলেজ, ক্যাম্পাসে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান! A professor reportedly harrassed a student in Scottish Church College


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো:  এবার স্কটিশচার্চ কলেজ। ছাত্রীকে হোয়াটস অ্য়াপে অশ্লীল মেসেজ! অভিযুক্ত অধ্যাপকদের শাস্তির দাবিতে পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস। উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগানও। মুখে কুলুপ কলেজ কর্তৃপক্ষের।

আরও পড়ুন:  Kolkata: খোদ কলকাতা পুলিসের ওসি-র বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ!

কলেজ সূত্রে খবর, অভিযুক্ত শারীরশিক্ষার বিভাগের অধ্যাপক। অভিযোগ, গত বেশ কয়েক মাস ধরেই ওই বিভাগেরই এক ছাত্রীকে হোয়াটস অ্যাপে অশ্লীল মেসেজ  পাঠাচ্ছিলেন তিনি। এরপর গতকাল বুধবার যখন সেই চ্য়াট ভাইরাল হয়ে যায়, তখন কলেজ কর্তৃপক্ষের লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্রীরা।

এদিকে এই ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন কলেজের অন্য় পড়ুয়ারা। আজ, বৃহস্পতিবার সকাল থেকে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। বিক্ষোভকারীদের দাবি, যে ঘটনা ঘটেছে, সেটা আমাদের কর্তৃপক্ষ অনেক আগে থেকে জানত। রীতিমতো চেপে রাখা হয়েছিল আমাদের কাছ থেকে, অধ্যাপকদের কাছ থেকেও। আমাদের জেন্ডার সেল আছে। সেখানকার যিনি প্রধান, তিনিও জানতেন না। ধামাচাপা দেওয়ার ব্যাপার চলছিল। কিন্তু ব্যাপারটা ফাঁস হয়ে যায়। আস্তে আস্তে আমরা দেখতে পারি, কী হয়েছে না হয়েছে!এটার পরে যখন কর্তৃপক্ষকে জানতে চাই, এটা কেন হচ্ছে? কী ব্যবস্থা নেওয়া হয়েছে? কর্তৃপক্ষ আমাদের দিচ্ছে না’।

আরও পড়ুন:  Jalpaiguri: দুর্বল দৃষ্টিশক্তি, অথচ হৃদয়ে প্রবল শক্তি! অদম্য আশিসের এগিয়ে চলার গল্প..

এর আগে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্য়াপকের হাতেই র  ‘মানসিক ও শারীরিকভাবে হেনস্থা’র শিকার হয়েছিলেন এক ছাত্রী। স্রেফ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই নয়, UGC-র কাছেও অভিযোগ দায়ের করেছিলেন তিনি। চিঠিতে লিখেছিলেন, ‘আমি মানসিক ভাবে ভেঙে পড়েছি। আমি জানি না আমার এর পর কী করা উচিত। কেন আমার সঙ্গেই এমন হচ্ছে। আমার সম্মান নিয়ে টানাটানি হচ্ছে। আমি শুধুই সুবিচারের আশা করছি’।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *