স্কুলেই ছাত্রীর শরীরে ‘অসভ্য হাতছানি’! শিক্ষককে গণধোলাই অভিভাবকদের… A teacher beaten by guardians on molestation charge in East Midnapore


কিরণ মান্না: প্রাথমিক স্কুলে ছাত্রীকে ‘শ্লীলতাহানি’! অভিযুক্ত শিক্ষকে গণধোলাই দিলেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। পুলিসকে ঘিরেও চলল বিক্ষোভ। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে।

আরও পড়ুন:  Chandannagar: ডাকাতের হাতে খুন ৬ বছরের শিশু? চন্দননগরে শিশুমৃত্যুতে চাঞ্চল্যকর মোড়!

স্থানীয় সূত্রে খবর, অভিযুক্তের নাম সুব্রত দলাই। ভগবানপুর থানার বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের রায়বাড় এলাকার একটি প্রাথমিক স্কুলের শিক্ষক তিনি। অভিযোগ, স্কুলের ভিতরেই তৃতীয় শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানি করেছেন সুব্রত। মোবাইলে নাকি নগ্ন ভিডিয়ো দেখিয়েছে অন্য ছাত্রীদেরও! আজ, বৃহস্পতিবার সকালে স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। তাতে যোগ দেন স্থানীয় বাসিন্দারাও।

এদিকে যখন বিক্ষোভ চলছিল, তখন স্কুলেই ছিলেন অভিযুক্ত শিক্ষক। বিক্ষোভকারীদের দাবি, গ্রামবাসীদের হুমকি দেন তিনি। এরপর স্কুলের গেটে তালা ঝুলিয়ে ওই শিক্ষককে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভগবানপুর থানার পুলিস। শেষে অভিযুক্তকে আটকে করে নিয়ে যাওয়ার সময়ে তাঁকে রীতিমতো গণধোলাই দেন অভিভাবক ও গ্রামবাসীরা।

এর আগে, আলিপুরদুয়ারে ৬ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠেছিল। দেহ ভাসছিল পুকুরে! অভিযুক্তের উপর চড়াও হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। গণধোলাইয়ের প্রাণ গিয়েছিল তাঁর।

আরও পড়ুন:  Bengal Weather Update: উইকেন্ডে পাহাড় ঢাকবে বরফে, বেরনোর আগে একবার জেনে নিন আবহাওয়ার বড় আপডেট…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *