৪ ডিগ্রি কমবে তাপমাত্রা, হতে পারে ১০-ও! উইকেন্ডে জমিয়ে শীত, তুষারপাত, না কি ঘ্যানঘেনে বৃষ্টিই? ।Cyclonic system and Jet streams Wind forecast of cold in weekend bengal winter update Bengal Weather Update Bengal Weather


অয়ন ঘোষাল: উত্তর-পশ্চিমের শীতল হাওয়ায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস নামবে তাপমাত্রা। শনিবারের মধ্যে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে রাজ্যের বিভিন্ন জেলায়। আগামী সপ্তাহের শুরুতেই পশ্চিমি ঝঞ্ঝায় শীতে বাধা। দু-তিন দিন ফের বাড়তে পারে তাপমাত্রা। হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ে! হালকা বৃষ্টি হতে পারে কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে। মঙ্গলবারে দার্জিলিং ও কালিম্পংয়ের সঙ্গে উত্তর দিনাজপুর ও মালদা জেলাতেও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

আরও পড়ুন: Horoscope Today: আজ সারা বিশ্ব তাকিয়ে থাকবে কর্কটের দিকে! সিংহের আত্মবিশ্বাস, কন্যার বিনিয়োগ! জেনে নিন, কেমন কাটবে দিনটি…

সিস্টেম

নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে শনিবার, ৭ ডিসেম্বর। দক্ষিণ অসমে রয়েছে ঘূর্ণাবর্ত। এছাড়াও উত্তর ভারতে রয়েছে জেড স্ট্রিম উইন্ড।

দক্ষিণবঙ্গে 

সপ্তাহান্তে পারাপতনের ইঙ্গিত আবহাওয়া দফতরের। পশ্চিমের জেলায় ফিরবে শীতের স্পেল। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শীতের আমেজ অনেকটাই বাড়বে। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে সোমবার থেকে ফের সামান্য বাড়বে তাপমাত্রা। উত্তুরে হাওয়ায় নামবে পারদ। তাপমাত্রা নামবে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। শনিবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা আরও নামতে পারে বিভিন্ন জেলায়। আগামী ৪/৫ দিনে মূলত পরিষ্কার আকাশ। তিন থেকে পাঁচ জেলায় মাঝারি কুয়াশা। অন্য জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। তবে তার পরে নামতে পারে তাপমাত্রা। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী চার-পাঁচ দিন। সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশা হতে পারে প্রায় সব জেলাতেই। তাপমাত্রা পরিবর্তনের কারণে সকালে সামান্য কুয়াশা। বেলা বাড়লে পরিষ্কার আকাশ। আজ ও কাল মাঝারি কুয়াশার সম্ভাবনা  মুর্শিদাবাদ বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলায়।

উত্তরবঙ্গে

পাহাড়ে বৃষ্টির আশঙ্কা। হালকা বৃষ্টির  সম্ভাবনা পার্বত্য এলাকায়। শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় বৃষ্টির আশঙ্কা। সোমবার অথবা মঙ্গলবার উত্তর দিনাজপুর এবং মালদায় হালকা বৃষ্টি হতে পারে। আজ কুয়াশার সম্ভাবনা দার্জিলিং-সহ তিন জেলায়। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। এই তিন জেলাতেই সকালের দিকে মাঝারি কুয়াশার সতর্কতা। 

কলকাতায়

ধীরে ধীরে কমবে রাতের সর্বনিম্ন তাপমাত্রা। সামান্য বাড়বে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। সপ্তাহের শেষে পারাপতনের ইঙ্গিত। তাপমাত্রা নামতে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। শনি; রবিবারে জমিয়ে শীতের আমেজ ফেরার ইঙ্গিত আবহাওয়া দফতরের। মূলত পরিষ্কার আকাশ। আগামী দু-তিন দিনে রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে নামবে। দিনের তাপমাত্রা এখনও স্বাভাবিকের কিছুটা নীচে। 

কলকাতার তাপমান 

আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৭ থেকে ৯০ শতাংশ। 

আরও পড়ুন: Today’s Gold Rate: ফের অনেকটা কমল সোনার দাম! বিয়ের ভরা মরসুমে এ কি লক্ষ্মীরই কৃপা? সঞ্চয়ের জন্যও এখনই ঝাঁপান…

ভিন রাজ্যে

কুয়াশা থাকবে উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ উত্তরাখন্ডে। পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এবং রাজধানী দিল্লিতেও কুয়াশার সম্ভাবনা। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব। শনিবার থেকে সোমবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। সমতলে প্রভাব পড়বে রবিবার ৮ ডিসেম্বর। হালকা বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ শিলা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হবে মধ্য মহারাষ্ট্র এবং কর্ণাটক রাজ্যে। রাজ্যে ভারী বৃষ্টি ছাড়াও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি অন্ধ্রপ্রদেশ ইয়ানাম তেলেঙ্গানায়। কী হবে কঙ্কন এবং গোয়ায়?‌

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *