জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার ঝড়। সুদীপের বাহিনীরা চললেন নকআউটে। ম্যাচের শুরু থেকেই থেকেই শক্ত গ্রিপে খেলেছেন বাংলার প্লেয়াররা। অসাধারণ বোলিং লাইনআপ থেকে চেসের সময় ব্যাটিংয়ের যাদু সবকিছুতেই আজ ছিল বাংলার প্রভাব। যদিও এই প্রভাবের ফলেই বাংলা সৈয়দ মুস্তাক আলি ট্রফির নকআউট ম্যাচে নিজেদের জায়গা করে নিল।
গ্রুপ-এ-এর অন্তিম ম্যাচে খুব আরামসে সাত উইকেট হাতে রেখে রাজস্থানকে হারালো বাংলা। বৃহস্পতিবার ২৪ পয়েন্টের সঙ্গে খেলতে নেমেছিল বাংলা। যার মধ্যে ৭টি ম্যাচ খেলেছিল। জিতেছিল ছয়টি। অভিষেক পরেলের অসাধারণ ব্যাটিংয়ের সাক্ষী থাকল সকলে। ৪৮ বলে ৭৮ রান করেছিলেন তিনি। তার মধ্যে ৭টি চার এবং ৪টি ছয় মেরেছেন। অভিষেকের অসাধারণ ব্যাটিং ফের বাংলার টপ অর্ডারকে নতুনভাবে উড়তে সাহায্য করল।
অন্যদিকে ক্যাপ্টেন সুদীপ কুমার ঘরামি হাফসেঞ্চুরি করেন শেষ পর্যন্ত নটআউট ছিলেন তিনি। পাশাপাশি বাংলার বলিং-এ ২৬ রান দিয়ে তিন উইকেট নিয়েছিলেন মোহম্মদ শামি। প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান কুড়ি ওভারে করেছিল ১৫৩ রান ৯ উইকেটে। সেই রান চেস করতে গিয়ে ১৯ ওভারের মধ্যেই হাতে ৭ উইকেটের সঙ্গে সেই টার্গেট সহজেই চেস করে বাংলা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
