মাত্র ২০০ টাকা বাকি! না দেওয়ায় গ্রাহকের গলায় ছুরির কোপ…| shopkeeper stabbed the throat for not paying only 200


কিরণ মান্না: মাত্র ২০০ টাকা পাওনা না দেওয়াতে গলায় ছুরি চালিয়ে দিল দোকানদার। আহত ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় তমলুক হসপাতালে ভর্তি।

এলাকার এক পান দোকানি তার সুস্বাদু পান বানানোর জন্য এলাকা জুড়ে তাঁর নামডাক। সেই সুবাদে ময়নার শ্রীকন্ঠা গ্রামের মন্টু দাস রোজই বিশ পঞ্চাশ টাকার পান খেতেন। দীর্ঘদিন ধরে পান দোকানীর সাথে ধার-বাকির কারবারও চলে আসছে তার সঙ্গে। হঠাৎ করে পরিবারের এক সদস্য অসুস্থ হয়ে যাওয়ার কারণে বেশ কিছুদিন কলকাতায় ছিলেন মন্টু। যে কারণে পান দোকানে আর যাওয়া হয়নি।বাড়ি ফিরেই শ্রীকন্ঠা বাজারে অভিযুক্ত গৌর হাটুই-র পান দোকানে পান খেতে গিয়েছিল মন্টু দাস।

আরও পড়ুন:Bengal Weather: শীতের কামব্যাক বাংলায়! জাঁকিয়ে ঠান্ডা রাজ্যে, কোন কোন জেলায় শিলাবৃষ্টি?

পান দোকানী গৌর হাটুই মন্টুর কাছে দুশো টাকা পেতেন। মন্টু পান চাইতেই পান দোকানী আগের বকেয়া ২০০ টাকা চেয়ে বসার পাশাপাশি এতদিন মন্টু কোথায় ছিল, বকেয়া টাকা কেন দেয়নি? সেই কথা বলতে বলতে অশ্লীল গালিগালাজ করে বলে অভিযোগ। তারপরই দুজনের মধ্যে তুমুল বচসা বাঁধে। তা থেকেই শুরু হয় মারামারি। এরপর হঠাৎ পান দোকানী মন্টুর গলায় ছুরি চালিয়ে দিয়ে পালিয়ে যায়। মন্টু রক্তাক্ত অবস্থায় সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে ময়না হাসপাতালে ভর্তি করে। আহত ব্যক্তিকে ময়না হাসপাতালে চিকিৎসা করানোর পর ময়না থানায় অভিযোগ দায়ের করে। অভিযুক্ত পান দোকানীকে পুলিস তল্লাশি চালিয়ে গ্রেফতার করে। আহত মন্টুর তমলুক হাসপাতালে আশঙ্কাজন অবস্থায় চিকিৎসা চলছে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *