WATCH | Shah Rukh Khan: ‘আমি প্রায় অনাথের মতোই’! শাহরুখ কেন বললেন এমন?


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিনি কিং খান, তিনি শাহরুখ। অতি সাধারণ পরিবার থেকে উঠে এসে আজ তিনি বলিউড বাদশা। সাফল্যম নাম, খ্যাতি, অর্থ সবই তাঁর পিছু পিছু ঘোরে। তবে কি শুধুই সাফল্য, ব্যর্থতা কি নেই? অবশ্যয় আছে। ভালোমন্দ দুইয়ের মিশেলেই তো জীবন। কিন্তু হঠাৎ কী এমন হল ‘কিং খান’-এর মুখে শোনা গেল অবসাদের সুর। 

বলিউড সুপারস্টার শাহরুখ খান, যিনি ডিজনি’র ‘দ্য লায়ন কিং’ সিনেমার হিন্দি ভার্সন যেখানে ‘মুফাসা’ ক্যারেক্টারটির ভয়েস দিয়েছেন। সেই ক্যারেক্টারের সঙ্গে নিজের জীবনের মিল খুঁজে পেয়েছেন শাহরুখ। তিনি অকপটে বললেন, মুফাসা’র সঙ্গে আমার জীবনেরও অনেক মিল রয়েছে। কারণ মুফাসা’র জীবন যেখানে দেখানো হয়েছে কীভাবে প্রতিকূলতার মাঝেও সে নিজের সিদ্ধান্তে অনড়। পাশাপাশি তাঁর স্যাক্রিফাইস এবং সবকিছুর মধ্যেও লিডারশীপ এই সবকিছুই আমার জীবনের সঙ্গে জড়িত। 

আরও পড়ুন: Popular Actress-Singer Death: কনসার্ট বাতিল করে বাড়িতেই! বাথটব থেকে উদ্ধার জনপ্রিয় গায়িকার দেহ…

মুফাসার মতন তিনিও বাইরে থেকে এসেছিলেন। তিনি জানান, “যদি আমি নম্র হয়ে না বলতাম, ‘মেরি কাহানিভি এইসি হে’, তাহলে এটা ফিট হতে পারত। অনাথ কাদের বলা হয় যারা নিজের বাবা-মাকে হারিয়ে ফেলে। আমিও আমার বাবা-মাকেও খুব ছোট বয়সে হারিয়েছি। তো আমিও প্রায় অনাথের মতোই।”

আরও পড়ুন: Pragya Nagra Viral Video: সুন্দরী মালয়ালাম সেলেবের গোপন ভিডিয়ো ফাঁস!

‘দ্য লায়ন কিং’ সিনেমার গল্প এমন যেখানে মূল ক্যারেক্টারের বাইরের। ফিল্মম্যাকিং-এর ব্যবসায় আমার পরিবারের কেউ ছিল না। দিল্লি থেকে মুম্বাই এসেছিলেন তিনি কাজের খোঁজে। তাই আমিও একজন আউটসাইডার। সব শেষে তিনি বলেন, ‘গল্পটি একটি এক রাজার, হ্যাঁ আমিও রাজা।’

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *