Malda: আবাস যোজনার তালিকায় তৃণমূল নেতার পরিবারের ১২ জন, প্রতিবাদ করতেই সিপিএম কর্মীকে….


রণজয় সিংহ: আবাস যোজনার তালিকায় একই পরিবারের ১২ জনের নাম। প্রতিবাদ করাই আক্রান্ত এক যুবক। মালদহের মানিকচক বিধানসভা কেন্দ্রের দক্ষিণ চণ্ডীপুর এলাকার ঘটনা। আক্রান্ত যুবক দানেশ আলী সিটুর জেলা কাউন্সিল সদস্য বলে জানা গেছে। অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

আরও পড়ুন-বিদ্রোহীদের দখলে দামাস্কাস; বেপাত্তা প্রেসিডেন্ট আসাদ, রাজধানী দখলের মাস্টারমাইন্ড কে এই জুলানি

স্থানীয় তৃণমূল নেতা আবির আলী-সহ তার পরিবারের ১২ জনের নাম আবাস যোজনার তালিকায় এসেছে বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ জানিয়ে গত দু সপ্তাহ আগে দানেশ আলী মানিকচক ব্লক এবং জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ করেছিল ।

ওই ঘটনার প্রতিবাদ করায় আজ সকালে দানেশ আলীকে একা পেয়ে আবীর আলী সহ ১০ থেকে ২৫ জন আগ্নেয়াস্ত্র হাতে তার উপর হামলা করে। চাকু সহ হাঁসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপ মারা হয়। এরপর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

এনিয়ে সিটুর রাজ্য কাউন্সিলের সদস্য কামাল সেখ বলেন, ঘটনাটা হল  ২০-২৫ দিন আগে আবাস যোজনায় ১২ জনের নাম এসেছিল। তাদের দালান বাড়ি রয়েছে। প্রতিবাদ করতেই এই ঘটনা। লিখিত অভিযোগ করা হয়েছিল ডিএম ও বিডিও অফিসে। কিছুদিন কাটার পর আজ আবির আসিল, সাইন আলি-সহ ২৫ জন মিলে দানেশ আলীর উপরে আক্রমণ করে। ছুরি দিয়ে হামলা করা হয়েছে। দানেশকে আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজে আনা হয়েছে। যারা আক্রমণ করছে তারা তৃণমূল কর্মী। আর দানেশ করে সিপিএম। সেইজন্যই এই আক্রমণ।

আক্রান্তের আত্মীয় সাহেব হক বলেন, বাড়ি থেকে বেরিয়ে বাজার যাচ্ছিল। রাস্তায় ধরে ওকে ছুরি মেরেছে। গরিবদের নামে ঘর না এসে যাদের বড়বড় বাড়ি রয়েছে তাদের কীভাবে ঘরের টাকা এল! এই প্রশ্ন করতেই হামলা করা হয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *