জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি বারবার খবরে আসছেন নয়ের দশকের ভারতীয় ক্রিকেটের স্টার বিনোদ কাম্বলি (Vinod Kambli)। নেটপাড়ায় একাধিক ভিডিয়ো ভাইরাল হচ্ছে, দেখা যাচ্ছে কাম্বলির শরীরে একেবারে ভেঙে গিয়েছে। চারজনের কাঁধে ভর করে হাঁটছেন তিনি। কখনও আবার দাঁড়াতেও পারছেন না। কাম্বলিকে দেখে বুক ফেটে যাচ্ছে কিংবদন্তি সুনীল গাভাসকরের (Sunil Gavaskar), সানি জানিয়েছেন যে, এবার কাম্বলির দায়িত্বে তাঁদের ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী টিম।
গাভসকর এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন, ‘১৯৮৩-র বিশ্বকাপজয়ী দলের, আমরা সকলেই তরুণ খেলোয়াড়দের ব্যাপারে খুবই সচেতন। ওদের যদি বয়স দেখেন, তাহলে আমার কাছে কেউ নাতির মতো, কেউ ছেলের মতো। বিশেষ করে যখন ভাগ্য সঙ্গ ছেড়ে দিয়েছে, আমি সাহায্য শব্দটি পছন্দ করি না। ৮৩-র দল যা করতে চায়, তা হল যত্ন নেওয়া। আমরা বিনোদ কাম্বলির যত্ন নিতে চাই এবং তাকে নিজের পায় দাঁড় করাতে চাই। আমরা কীভাবে করব, তা আমরা ভবিষ্যতে দেখব। আমরা এমন ক্রিকেটারদের যত্ন নিতে চাই, যারা লড়াই করছে যখন ভাগ্যের প্রতিকূলে।’
আরও পড়ুন: ‘ও যে মানে না মানা’, সচিনকে আঁকড়ে আবেগি কাম্বলি! মুহূর্ত চুপ…
একসময়ে কাম্বলি ছিলেন বোলারদের ত্রাস, রেয়াত করতেন না কাউকে। প্রাণের বন্ধুকে ‘লিটল মাস্টার’- এর থেকেও তাঁকে অনেকে বেশি প্রতিভাবান বলে মনে করতেন অনেকে। সচিনের সঙ্গেই কাম্বলির স্কুল পর্যায়ের ক্রিকেটে ৬৬৪ রানের রেকর্ড পার্টনারশিপ রয়েছে। তবে দেশের জার্সিতে মাত্র সাত বছর খেলেই কাম্বলি অন্ধকারে তলিয়ে যান। বেহিসেবি ও অনিয়ন্ত্রিত জীবনই তাঁকে ‘ব্যাড বয়’ বানিয়ে ফেলে। ১৭ টেস্ট ১০৪ ওডিআই খেলা ক্রিকেটার এখন ঠিক করে হাঁটতেই পারেন না। কাঁধে ভর দিয়ে তাঁকে চলতে হয়। কাম্বলির শরীরের অবস্থা একেবারেই ভালো নয়। কিংবদন্তি শেন ওয়ার্নকে এক ওভারে ২২ রান মারা ক্রিকেটারের আজ এই অবস্থা! কার্যত দেউলিয়াই হয়ে গিয়েছেন কাম্বলি। তাঁর অর্থনৈতিক অবস্থার কথা জানেন সচিনও। সাহায্য়ও করেছেন সাধ্য মতো।
গতবছর স্ত্রী আন্দ্রেয়া হিউয়িটকে পিটিয়ে খবরে এসেছিলেন কাম্বলি। মদ্যপ হয়ে কুকিং প্যান দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন তিনি! ব্রান্দ্রা পুলিসের কাছে লিখিত অভিযোগ করেছিলেন আন্দ্রেয়া। কাম্বলির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ৩২৪ (ইচ্ছাকৃত ভাবে ভয়ংকর অস্ত্র দ্বারা আঘাত) ও ৫০৪ (অপমান) ধারায় মামলা রজু করা হয়েছিল। ২০১৪ সালে কাম্বলি সেন্ট পিটার্স চার্চে গিয়ে বিয়ে করেন আন্দ্রেয়াকে। এরপর আইনি বিয়ে করে তাঁরা ক্যাথলিক মতে বিয়ে সারেন। কাম্বলির দ্বিতীয় স্ত্রী আন্দ্রেয়া। ২০১০ সালে কাম্বলি-আন্দ্রেয়ার প্রথম সন্তান জন্ম নেয়। অতীতে গতবছর কাম্বলি তাঁর হাউজিং সোসাইটির গেটে ভাঙচুর করে মুম্বই পুলিসের হাতে গ্রেফতার হয়েছিলেন। নেশা করে গাড়ি চালিয়েও খবরে এসেছেন আগে।
আরও পড়ুন: ‘পৃথ্বী শ সাব, দুসরে বিনোদ কাম্বলি মত বনো’! চরম অধঃপতন আর দেখতে পারছেন না মহারথী
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)