WATCH | Mohammed shami: ব্যাট হাতে শামির ভয়ংকর তাণ্ডব! খড়কুটোর মতো উড়ে গেল চণ্ডীগড়, কোয়ার্টারে বাংলা…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার ঝড়। বহুবার দুরন্ত বোলিং ম্যাজিকে দলকে বহু ম্যাচ জিতিয়েছেন মহম্মদ শামি। কিন্তু সোমবার চিন্নাস্বামী স্টেডিয়াম সাক্ষী থাকল শামির দুর্ধর্ষ ব্যাটিংয়ের। মাত্র ১৭ বলে ৩২ রান করে তিনি বাংলার জয় নিশ্চিত করেন। টুর্নামেন্ট থেকে বাদ হল চণ্ডীগড়। 

চিন্নাস্বামীতে টস-ভাগ্য সঙ্গ দেয় চণ্ডীগড় দলনায়ক মনন ভোরার। যদিও চিন্নাস্বামীর ব্যাটিং সহায়ক পিচে প্রথমে ব্যাট করতে নেমে বিপাকে পড়ে বাংলা। দ্বিতীয় ওভারেই উইকেট হারান অভিষেক। একই ওভারে অধিনায়ক সুদীপের উইকেটও হারায় বাংলা। ধীরে ধীরে টপ অর্ডারের ব্যাটসম্যানরা নিরাশ করলেও, হাল ধরে রাখল টেলএন্ডাররা। ২৪ বলে ৩০ রান করেন প্রদীপ্ত প্রামাণিক সঙ্গে ৩২ রানের শামির ইনিংস। দুই নিচের সারির ব্যাটারের দাপটে ২০ ওভার শেষে ১৫৯ রান তোলে বাংলা। 

ব্যাটিং ছেড়ে বল ধরা মাত্রই চণ্ডীগড় শিবিরে প্রথম ধাক্কাটা দেন শামিই। প্রথম ওভারে ওপেনার আরসলান খানকে শূন্যে প্যাভিলিয়নের রাস্তা মাপতে হয় তাঁকে। চিন্নাস্বামীতে দাপট দেখালেন বঙ্গ পেসার সায়ন ঘোষ। চার ওভার বল করে ৩০ রান দিয়ে চার উইকেট তুলে নেন। যদিও শেষ ওভার পর্যন্ত লড়াই চালায় চণ্ডীগড়। কিন্তু ১৫৬ রানে শেষ হয়ে যায় রাজ  বাওয়াদের ইনিংস। হাড্ডাহাড্ডি ম্যাচে ৩ রানে জিতে সৈয়দ মুস্তাক আলির নকআউট পর্ব শুরু করল বাংলা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *