অ্যাডিলেডে ভরিয়েছেন ১ লক্ষ ৩৫ হাজার দর্শক! চতুর্থ টেস্টের প্রথম দিনের টিকিট শেষ!


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অ্যাডিলেড ওভালে মাত্র আড়াই দিনে অস্ট্রেলিয়া খেলা শেষ করে দিয়েছে। গোলাপি বলে দিন-রাতের টেস্ট ১০ উইকেটে জিতে, অস্ট্রেলিয়া ৫ ম্যাচের টেস্ট সিরিজে ১-১ সমতা ফিরিয়ে এনেছে। ১৪ ডিসেম্বর থেকে ব্রিসবেনে শুরু সিরিজের তৃতীয় টেস্ট। 

চতুর্থ টেস্ট শুরু ২৬ ডিসেম্বর থেকে। তৃতীয় টেস্ট শুরু হতে এখনও চারদিন বাকি, সেখানে মেলবোর্ন অনুষ্ঠিত হতে চলা বক্সিং ডে টেস্টের (Boxing Day Test) প্রথম দিনের সব টিকিট শেষ! এক্স হ্যান্ডেলে ক্রিকেট অস্ট্রেলিয়া লিখেছে, ‘বক্সিং ডে টেস্টের প্রথম দিনের সাধারণ দর্শকদের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আগামী ২৪ ডিসেম্বর অল্প সংখ্যক সাধারণ টিকিট দেওয়া হবে। যাঁরা সদস্য নন, তাঁরাও আসন পাবেন’!

আরও পড়ুন: গাভাসকরের নির্দেশেই এই কাজ রোহিতদের! ব্রিসবেনে ব্যাটিংয়ে বিরাট পরিবর্তন ভারতের?

অ্যাডিলেডে গোলাপি বলের দিন-রাতের টেস্টে তিন দিনে ১ লক্ষ ৩৫ হাজার ১২ জন দর্শকে এসেছিলেন। পাঁচ দিনের খেলায় যা রেকর্ড সংখ্যক দর্শক সমাগম। এর আগে ১ লক্ষ ১৩ হাজার ০৯ জন দর্শক এসেছিলেন অ্যাডিলেড ওভালে। ২০১৪-১৫ সালের রেকর্ড ভাঙল ২০২৪-২৫ মরসুমে। অ্যাডিলেডে প্রথম দিনেই ৫০ হাজার দর্শক এসেছিলেন। 
 
 ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টে সহ-অধিনায়ক জসপ্রীত বুমরার কাঁধেই সঁপে দেওয়া হয়েছিল নেতৃত্বের গুরুভার। তাঁর অসাধারণ বোলিং ও দুর্দান্ত নেতৃত্বে ভারত ২৯৫ রানে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। দ্বিতীয় টেস্টে এসে ভারত ডুবল। এবার দেখা তৃতীয় টেস্টে ভারত সিরিজে ফিরতে পারে কিনা!

আরও পড়ুন:  বাভুমারা চড়লেন মগডালে, চাপে পুরো চিড়ে চ্যাপ্টা ভারত! কতটা কঠিন রোহিতদের লড়াই?

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *