জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শীত মানেই দিকে দিকে কনসার্টের ছড়াছড়ি। দেশ-বিদেশে হেভিওয়েট সঙ্গীতশিল্পীরা বিভিন্ন প্রান্তে গিয়ে কনসার্ট করেন। এবার এই কনসার্ট নিয়েই কড়া বার্তা দিলেন সোনু নিগম। বরাবরই সোনু সোজাসাপটা কথা বলে এসেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে তিনি রাজনীতিবিদদের উদ্দেশ্য স্পষ্ট বার্তা দিয়েছেন।
সোনু জানিয়েছেন যে, রাজনীতিবিদদের বিনীতভাবে অনুরোধ করেছেন যে তারা সম্পূর্ণভাবে থাকতে না পারলে তার কনসার্টে আসতে হবে না। অথবা যদি তারা কনসার্টের মাঝপথেই ছেড়ে যেতে হয়, তবে আগে থেকে জানিয়ে যাওয়াই ভালো। প্রসঙ্গত, সম্প্রতি সোনু রাজস্থানে একটি অনুষ্ঠানে গান করেন। সেখানে কয়েকজন রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তি তার গানের মাঝখান থেকে উঠে চলে যায়। ভিডিয়োতে সোনু প্রকাশ্যে সেই ঘটনার উল্লেখ করেন। এবং বলেছেন যে, তিনি রাজনীতিবিদদের তার কনসার্টের মাঝ থেকে চলে যেতে দেখেন এবং এটি শিল্পীর জন্য অত্যন্ত অসম্মানজনক। ভিডিয়োর ক্যাপশনে সোনু লেখেন, ‘দেশের রাজনীতিকদের উদ্দেশে বিনিত অনুরোধ, যদি শিল্পীর অনুষ্ঠানের মাঝে আপনাদের বেরিয়ে যেতে হয়, তা হলে দয়া করে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না।’
ইনস্টাগ্রামে সোনু বলেন, ‘রাজস্থানের গর্ব বাড়াতে সারা বিশ্ব থেকে প্রতিনিধিরা এসেছেন। মুখ্যমন্ত্রী, যুবমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী ছিলেন। অনেক লোক ছিল। অন্ধকারে সব দেখতে পেলাম না। সেখানে অনেক লোক ছিল।’ তিনি আরও বলেন, ‘শোর মাঝখানে, আমি দেখলাম যে মুখ্যমন্ত্রী এবং বাকি সবাই চলে গিয়েছে। তাদের চলে যাওয়ার সঙ্গে সঙ্গে , সব ডেলিগেটও চলে গেলেন। আমি সব রাজনীতিবিদদের অনুরোধ করি যে, আপনারা যদি আপনাদের শিল্পীদের সম্মান না করেন তাহলে বাইরের মানুষ কী করবে?’
সোনু সাফ জানিয়ে দিলেন যে, ‘যে কোনও শিল্পীর অনুষ্ঠানের মাঝে উঠে চলে যাওয়া মানে তাঁকে অসম্মান করা। এটা সরস্বতীর অপমান।’ তিনি আরও বলেন যে, তিনি খুব ভালো করে বোঝেন যে রাজনীতিবিদদের অনেক কাজ এবং দায়িত্ব রয়েছে, তবে সেক্ষেত্রে শো শুরু হওয়ার আগেই তাদের চলে যাওয়া উচিত।
সোনু নিগম দেশের অন্যতম সেরা এবং প্রতিভাবান গায়ক। তিনি ‘কাল হো না হো’, ‘ইয়ে দিল’ এবং আরও অনেকের মতো হিট গান গেয়েছেন। তিনি সম্প্রতি ‘ভুল ভুলাইয়া ৩’-এর ‘মেরে ঢোলনা ৩.০’ গানের মাধ্যমে ভক্তদের মন্ত্রমুগ্ধ করেছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)