Bengal Weather: বাংলায় হাড় কাঁপানো ঠান্ডা! শৈত্যপ্রবাহে জেরবার জেলা…


অয়ন ঘোষাল: শৈত্যপ্রবাহের কবলে পড়তে চলেছে বাংলা। মরশুমের প্রথম শৈত্যপ্রবাহ রাজ্যে। ১৩ ডিসেম্বর শুক্রবার থেকে ১৫ই ডিসেম্বর রবিবার পর্যন্ত শৈত্যপ্রবাহ চলবে রাজ্যের পশ্চিমের জেলায়। জাঁকিয়ে শীতের প্রথম স্পেল। ১৮ ডিসেম্বর পর্যন্ত চলতি শীতের প্রথম ইনিংসের দাপুটে ব্যাটিং। শুষ্ক আবহাওয়া রাজ্যে। অবাধ উত্তুরে হাওয়া। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দু-এক জেলায় সকালের দিকে সামান্য কুয়াশা দিনভর পরিষ্কার আকাশ। 

আরও পড়ুন, Royal Bengal Tiger: একদিকে ভয়, অন্য দিকে হঠাৎ-বাঘ-দেখতে-পাওয়ার রোমাঞ্চ! কেমন আছে ঝাড়গ্রাম-বেলপাহাড়ির পর্যটন?

আজ শৈত্য প্রবাহ দক্ষিণবঙ্গের চার জেলায়। পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় শৈত্যপ্রবাহ শুক্রবার। কাল এবং পরশু অর্থাৎ শনি ও রবিবারে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা পাঁচ জেলায়। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই পাঁচ জেলায় শৈত্যপ্রবাহ চলবে। ১৪ ডিসেম্বর রাতেই দক্ষিণের জেলাগুলোর তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নিচে নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকবে। জাঁকিয়ে শীতের পরিস্থিতি দক্ষিণবঙ্গে।

উত্তরবঙ্গে আজ কুয়াশা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে সকালের দিকে হালকা কুয়াশা পড়ে পরিষ্কার আকাশ। উত্তরের ৪ জেলা পড়তে পারে শৈত্যপ্রবাহের কবলে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার পূর্বাভাস। 

কলকাতায় পরিষ্কার আকাশ। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। সারাদিন উত্তুরে হাওয়ার অবাধ বিচরণ। রাতের তাপমাত্রা আজ সামান্য নামবে। কাল আরও কিছুটা নামবে। কাল রাতের তাপমাত্রা ১৪ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। কাল দিনের তাপমাত্রা ২৪.৩ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৪২ থেকে ৯৬ শতাংশ। 

আরও পড়ুন,  Bengal Winter Updates: মরসুমের শীতলতম দিন? দার্জিলিং ৩.৮, পুরুলিয়ায় ৮.১! শৈত্যপ্রবাহ ও হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *