অয়ন ঘোষাল ও রণয় তিওয়ারি: গলফ গ্রিনের একটি ভ্যাট থেকে পাওয়া গিয়েছিল এক মহিলার মুণ্ড। এবার দেহাংশ মিলল রিজেন্ট পার্কের একটি পুকুরে। ওই ঘটনায় জালে নিহত খাদিজা বিবির জামাইবাবু আতিকুর রহমান। টানা আড়াই ঘণ্টা জেরা করা হয়েছে তাকে। এখন প্রশ্ন ওই দেহাংশই খাদিজার কিনা। জেরার মুখে খাদিজাকে খুনের কথা স্বীকার করে নিয়েছে আতিকুর।
আরও পড়ুন-পরকীয়া থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন! রাগে প্রেমিকই মুণ্ড কেটে…রিজেন্ট পার্ককাণ্ডে চাঞ্চল্যকর তথ্য
পুলিস সূত্রে খবর পুকুর থেকে যে দেহাংশ পাওয়া গিয়েছে তা অভিযুক্তই পুলিসকে জানিয়েছে। তদন্ত প্রায় শেষ। দু-একটি সূত্র পাওয়া বাকী। জানা যাচ্ছে অভিযুক্ত পুলিসকে জানিয়েছিল রিজেন্ট পার্কে ফ্রেন্ডস ক্লাবের পেছনের একটি পুকুরে সে মহিলার দেহের অংশ ফেলেছে। এখন জানা বাকী একজন মহিলাকে খুন ও দেহাংশ পাচার অতিকুর একলা করেছিল কিনা, নাকি তার সঙ্গে আরও কেউ ছিল।
রিজেন্ট পার্কের একটি ঘন বসতিপূর্ণ এলাকায় কীভাবে একজন দেহাংশ ফেলে রেখে গেল তা নিয়েই এখ প্রশ্ন উঠছে। ঘটনা জানাজানি হওয়ার পরেই এলাকার মানুষ এখন আতঙ্কিত। অনেকে বলছেন গত ৬০ বছরে তারা এমন ঘটনা দেখেননি।
নিহত মহিলা খাতিজা বিবি মগরাহাটের বাসিন্দা। এলাকায় পরিচারিকার কাজ করতেন মহিলা। পুলিসের কাছে মূল দুটি প্রশ্ন ছিল। খুন কোথায় হয়েছিল? খুনের পর দেহের বাকি অংশ কোথায় ফেলা হয়েছে? এই খুনে আতিয়ারের অন্য কোনো সহযোগী ছিল কিনা? খুনের পর দেহাংশ একেক জায়গায় ফেলার ক্ষেত্রে কোনো গাড়ি ব্যবহার হয়েছিল কিনা? হয়ে থাকলে সেটা কি গাড়ি? যে আবাসনে গতকাল পুলিস কুকুর গিয়ে থমকে দাঁড়ায় সেই আবাসন এ মাস চারেক আগে রং এর কাজ করার জন্য এসেছিল আতিয়ার।
স্বামীর সঙ্গে সু-সম্পর্ক নেই প্রায় ২ বছর। অভিযোগ, একাধিক ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল খাদিজার। আতিকুর মৃতার দূর সম্পর্কের আত্মীয়। মুন্ডু ছেদ করতে সম্ভবত ব্যবহার করা হয়েছে করাত জাতীয় ধারাল অস্ত্র। মাঝে মধ্যেই ওই আবাসনে রিপেয়ারিং এর কাজের জন্য তার যাতায়াত ছিল বলে পুলিস সূত্রে খবর। রাজমিস্ত্রি আতিকুরের সঙ্গে নিহত মহিলার সম্পর্কের টানাপোড়েনেই খুন। অনুমান পুলিসের।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)