জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি ভারত-অস্ট্রেলিয়া ব্রিসবেন টেস্টের (Australia vs India, 3rd Test) প্রথম ইনিংসে বিরাট কোহলি (Virat Kohli) মাত্র ৩ রান করে আউট হয়েছেন। জোশ হ্যাজেলউডের অফস্টাম্পের বাইরের বল খোঁচা দিয়ে, বিরাট ক্য়াচ তুলে দেন অ্য়ালেক্স ক্য়ারের হাতে।
সাম্প্রতিক অতীতে বহুবার এভাবে আউট হয়েছেন কোহলি। নতুন কিছু নয়। এবার কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar) বিরাটকে একটাই পরামর্শ দিলেন। সাফ বলে দিলেন সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) থেকেই শিখুন কিং কোহলি!
আরও পড়ুন: এখন পুরোপুরি নিষিদ্ধ সাকিব! সব রকমের ক্রিকেটে জারি হল ফতোয়া, কিন্তু কেন?
২০০৪ সালে সচিনের সিডনির ইনিংস ইতিহাস হয়ে রয়েছে। সিডনিতে আসার আগে সচিনকে ক্রমাগত অফস্টাম্পের বাইরে বল করে ব্রেট লি, অ্য়ান্ডি বিকেল ও জেসন গিলেপসিরা সাঘজরে পাঠিয়ে ছিলেন। সচিন বারবার অজি পেসারদের ফাঁদে পা দিয়ে উইকেট দিয়ে আসছিলেন, কিন্তু সিডনিতে সচিন ঠিক করে নিয়েছিলেন যে, এবার এগারো বনাম এক। সচিন একটিও কভার ড্রাইভ না মেরে ২৪১ রানের ইনিংস খেলেছিলেন ৪৩৬ বলে। যা আজও চর্চায়। কোহলিও বারবার অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে ফিরছেন। ফলে সানি বলছেন সচিনের থেকেই শিখুন বিরাট!
সানি বলছেন, ‘আমি মনে করি প্র্য়াকটিস আলাদা, কিন্তু খেলায় যা হয় তা আলাদা। দুই ক্ষেত্রে মানসিকতা সম্পূর্ণ আলাদা। অনুশীলনে আপনি জানেন, যদি খারাপ শটও খেলেন, তাহলে আবার সুযোগ পাবেন। কিন্তু ম্যাচে আউট মানেই আউট। আমি মনে করি কোহলি যেটা করতে পারে, তা হল ২০০৪ সালে সচিন তেন্ডুলকর কী করেছিল, সেটা ও দেখে নিতে পারে। সেই সিরিজের প্রথম তিন টেস্টে সচিন অফ-স্টাম্পের বাইরে বল খেলতে গিয়ে আউট হয়েছিল। স্লিপে এবং শর্ট গালিতে আউট হচ্ছিল। তবে ও যখন সিডনিতে এসেছিলেন, তখন সিদ্ধান্ত নিয়েছিল যে, কভারে খেলবেই না। শুধু বোলারের ফলো-থ্রু এবং মিড-অফ ফিল্ডারের ডানদিকে এবং অন্য দিকে খেলবে। এটা সংকল্প। ও কোনও কভার ড্রাইভই খেলেনি দেখতে গেলে, আমার মনে হয় ২০০-২২০ করার পরেই ও খেলেছে। এটাই মনের উপর জোর।
কোহলির পাশেই রয়েছেন সানি। তিনি বলছেন, ‘কোহলি অতীতে কিন্তু করে দেখিয়েছে। টেস্টে ৯০০০ রানের সঙ্গে ৩২ সেঞ্চুরি মনের নিয়ন্ত্রণ ছাড়া হয় না। এখানে ও দ্বিতীয় ইনিংস পাবে এবং আরও টেস্ট আছে। ফলে মানসিকতার পরিচয় দিতে পারবে। বিরাট ভাবুক যে, ওরা আমার আউটের ষড়যন্ত্র করছে, দু’টি স্লিপ এবং দুটি গালি রাখছে। সচিন যে সংকল্প দেখিয়েছিল, সেটা দেখুক। বা কোহলি নিজের বড় রান করার ভিডিও দেখা উচিত।’
আরও পড়ুন: আচমকাই বুমরাকে ******* মন্তব্য ইশার! ব্রিসবেনে বিতর্কের ঝড়, ইংরেজ ক্রিকেটার বললেন…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)