পার্থ চৌধুরী: দরজায় তালা! বন্ধ ঘর থেকে পাওয়া গেল এক বৃদ্ধ দম্পতির দেহ। আত্মীয়দের দাবি, সম্পত্তির লোভেই খুন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের ভাতারে।
আরও পড়ুন: Alipurduar: আলিপুরদুয়ারে মহিলার মাথায় গুলি বাইক আরোহী যুবকের; ঘটনাস্থলেই মৃত্যু, তোলপাড় এলাকা
পুলিস সূত্রে খবর, মৃতের হলেন অভিজিৎ যশ ও তাঁর স্ত্রী ছবি। ভাতারে রবীন্দ্রপল্লীতে থাকতেন ওই নিঃসন্তান দম্পতি। গত শুক্রবার নাকি শেষবার বোনের সঙ্গে কথা হয়েছিল ছবির! আত্মীয়দের দাবি, তারপর থেকে আর ওই দম্পতির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। এরপর আজ, মঙ্গলবার তাঁদের বাড়িতে যান ওই বৃদ্ধার ছোট বোনের নাতি। সে দেখে, বাড়ি দরজায় তালা ঝুলছে। খবর দেওয়া হয় ভাতার থানায়।
পুলিস যখন তালা ভেঙে বাড়িতে ঢোকে, তখন দেখা যায়, রান্নাঘরে পড়ে রয়েছে ছবির দেহ। পাশেই শোওয়া ঘরে পাওয়া যায় অভিজিতের দেহ। আলমারি ভাঙা, ঘর লণ্ডভণ্ড। পরিবারের লোকেদের দাবি, সম্পত্তির লোভেই পরিকল্পনামাফিক খুন করা হয়েছে ওই দম্পতিকে। খুন ও লুটপাট করার পর সদর দরজা ও ঘরের দরজায় দুস্কৃতিরা নতুন তালা লাগিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। রীতিমতো আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। স্রেফ দোষীদের শাস্তিই নয়, এলাকার পুলিসি টহলদারিও দাবি করেছেন তাঁরা।
আরও পড়ুন: QR Code in Toto: নজরে যাত্রী সুরক্ষা, টোটোতেও এবার কিউআর কোড!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)