Bangla Bari Scheme: ‘‌বাংলার বাড়ি’‌ প্রকল্প! মঙ্গলেই প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু…


প্রবীর চক্রবর্তী: মঙ্গলবারই রাজ্যের বাংলার বাড়ি প্রকল্পের যাত্রা শুরু। বিকেলে নবান্ন সভাঘর থেকে সূচনা করবেন মুখ্যমন্ত্রী। ৩১ ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে প্রাপকদের অ্যাকাউন্টে।  প্রায় ১২ লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে। বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা ব্যাঙ্কে ঢুকবে। প্রথম পর্যায়ে প্রত্যেককে ৬০ হাজার টাকা দেওয়া হবে। রপর ধাপে ধাপে ৪০ হাজার ও ২০ হাজার টাকা দেওয়া হবে।  

আরও পড়ুন, Kolkata Metro: বাংলা কি ক্রমে যোগীরাজ্য়! নীতিপুলিসের দাপটে প্রকাশ্যে প্রেমও দায়?

কেন্দ্র আবাসের টাকা দিচ্ছে না, অভিযোগ রাজ্যের। তালিকায় গড়মিলের অভিযোগে টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র। এই নিয়ে রাজনৈতিকভাবে বিস্তর জলঘোলা হয়েছে। বঞ্চনার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আন্দোলনও করেছে তৃণমূলর। পরে রেড রোডে ধরনায় বসেন মমতা বন্দ্যোপাধ্যয় এবং ঘোষণা করেন ২১ ডিসেম্বরর মধ্যে রাজ্য় টাকা দেবে। তাই রাজ্যের তহবিল থেকেই পাকা বাড়ি তৈরির টাকা দেওয়া হবে। 

আরও পড়ুন, Mamata Banerjee: বাংলাদেশে অশান্তির আবহে কলকাতায় বিজয় দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী! কী বললেন?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *