ছাত্রীর ‘শ্লীলতাহানি’! অবরোধ-বিক্ষোভে রণক্ষেত্র ময়নাগুড়ি, রেহাই নেই পুলিসেরও.. A student reportedly molestated on her way back from tution in Maynaguri


প্রদ্যুত্‍ দাস: টিউশন থেকে ফেরার পথে ছাত্রীর ‘শ্লীলতাহানি’! প্রতিবাদে এবার রীতিমতো টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। অবরোধ তুলতে গেলে পুলিসের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে গেল বিক্ষোভকারীদের। ভাঙচুর করা হল পুলিসের গাড়ি। পাল্টা টিয়ার গ্যাস ছুঁড়ল পুলিসও। রণক্ষেত্রের চেহারা নিল জলপাইগুড়ি ময়নাগুড়ি। 

আরও পড়ুন:  Purulia: এগিয়ে বাংলা! ৯৫ বছরের ক্যানসার রোগীর জটিল অপারেশন সফল ‘প্রত্যন্ত’ পুরুলিয়ায়…

ঘটনার  সূত্রপাত গতকাল, মঙ্গলবার সন্ধ্যায়। টিউশনি পড়ে বাড়ি ফিরছিলেন এক ছাত্রী। ময়নাগুড়িরই ভোটপাট্টি এলাকার বাসিন্দা সে। স্রেফ উত্যক্ত করাই নয়, বাড়ি ফেরার পথে কয়েকজন যুবক ওই ছাত্রীর শ্লীলতাহানি করে অভিযোগ। খবর চাউর হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। এরপর আজ, বুধবার সকালে ময়নাগুড়ি থেকে চ্যাংরাবান্ধা যাওয়ার রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। টায়ার জ্বালিয়ে শুরু হয় বিক্ষোভ। 

এদিকে খবর পেয়ে যখন ঘটনাস্থলে পৌঁছয় ময়নাগুড়ি থানার পুলিস, তখন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অবরোধ তুলতে গেলে, দু’পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ বেধে যায়। পুলিসকে লক্ষ্য পাথর ছোঁড়া হয়। শেষে পুলিস টিয়ার গ্যাস ছুঁড়লে, পিছু হটেন অবরোধকারীরা।

আরও পড়ুন:  Bankura: সুদূর আমাজনের মাংসখেকো ‘সূর্যশিশির’ বাঁকুড়ার সোনামুখীর জঙ্গলে কী ভাবে? কেন এই ভয়ংকর…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *