Oscars 2025 | Shahana Goswami: অস্কারের দৌড়ে ‘লাপাতা’ ভারত! তবে আশা জাগিয়ে রাখলেন বাঙালি মেয়ে সাহানা…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অস্কারের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল! আগামী বছরের অস্কার দৌড় থেকে ছিটকে গেল কিরণ রাও পরিচালিত হিন্দি ছবি ‘লাপতা লেডিজ’। গত সেপ্টেম্বর মাসে ‘ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া’র তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, আগামী বছরে বিদেশি ভাষার ছবি বিভাগের ভারতের প্রতিনিধিত্ব করবে আমির খান প্রযোজিত ছবিটি। তার পর থেকেই সিনেমাপ্রেমী দর্শকদের মনে নতুন আশা জাগিয়ে ছিল ‘লাপতা লেডিজ’। কিন্তু দুঃখের বিষয় সেই আশা পূর্ণ হল না।

আরও পড়ুন: Allu Arjun | Pushpa 2: অল্লু অর্জুনের জন্য খারাপ খবর! পদপিষ্টে আশঙ্কাজনক শিশু ভেন্টিলেশনে…

মঙ্গলবার অ্যাকাডেমি কর্তৃপক্ষ ১০টি বিভাগের মনোনয়ন প্রকাশ করেন। আপাতত সেই বিভাগে ১৫টি ছবির নাম ঘোষণা করা হয়েছে। সেখানেই নেই ‘লাপতা লেডিজ’। তবে ৯৭তম অস্কারে বিদেশি ভাষার ছবির বিভাগে অন্য একটি হিন্দি ছবি জায়গা করে নিয়েছে। সেটি সন্ধ্যা সুরি পরিচালিত ছবি ‘সন্তোষ’। চলতি বছরে অস্কারে ব্রিটেনের হয়ে প্রতিনিধিত্ব করছে সাহানা গোস্বামী অভিনীত ছবিটি। ভারতের এক প্রত্যন্ত অঞ্চলে এক বিধবা মহিলা তার স্বামীর পুলিসের চাকরিতে যোগদান করবেন, এমনই ছবির প্রেক্ষাপট। 

আরও পড়ুন: Zakir Hussain: ‘আমি উস্তাদজি নই, শুধুমাত্র জাকির হুসেন’!

গত অক্টোবর মাসে অস্কারের জন্য আমির এবং কিরণ আমেরিকায় ‘লাপতা লেডিজ’ -এর প্রচার শুরু করেন। বিদেশি দর্শকের কথা মাথায় রেখে ছবির নাম বদলে রাখা হয় ‘লস্ট লেডিজ’। তাঁর পরিচালিত ছবি অস্কারে দেশের প্রতিনিধিত্ব করছে বলে তিনি যে গর্বিত, সে কথাও জানিয়েছিলেন কিরণ। কিন্তু দুঃখের বিষয়, ২০২৫ সালে ভারতের অস্কার-স্বপ্ন অধরাই রয়ে গেল।    

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *