Aparna Sen | Anjan Dutt: জুটিতে অপর্ণা-অঞ্জন, নতুন বছরে বড়পর্দায় ‘এই রাত তোমার আমার’…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সারা জীবন একসঙ্গে কাটানোর পরও কত কথা বলা হয় না! সেই সব অব্যক্ত অভিযোগ, অভিমান, অনুভূতি যাপনের একটি রাত। মুক্তির অপেক্ষায় পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chattopadhyay) পরিচালনায় “এই রাত তোমার আমার” ( Ei Raat Tomar Amar)। ইতোমধ্যেই এই ছবি প্রদর্শিত হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবে। দর্শকে পরিপূর্ণ ছিল প্রেক্ষাগৃহ। কিফ্ (KIFF)-এ এই সিনেমা চমৎকার সাড়া পেয়েছে। তিন প্রজন্মের দর্শকের সমাহার ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন- Shontaan: ‘হল’ সমস্যায় জেরবার রাজও! দক্ষিণ কলকাতায় একটিও ‘সিঙ্গল স্ক্রিনে’ শো পেল না ‘সন্তান’…

পরমব্রতের এই সিনেমা আবার নস্টালজিয়া ফিরিয়ে দিল। “এই রাত তোমার আমার” ছবিতে দেখা যাবে জীবনের সায়াহ্নে এক বয়স্ক  দম্পতির রসায়ন। যেখানে একটা রাতে ঝড় বয়ে যায় তাদের সম্পর্ক ঘিরে। সেখানে আবারও পুরনো রূপে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে অপর্ণা সেন (Aparna Sen) এবং অঞ্জন দত্তকে (Anjan Dutta)। এই জুটিকে ফের একসঙ্গে বড়পর্দায় দেখতে মুখিয়ে রয়েছে দর্শক। 

এই ছবি প্রসঙ্গে অপর্ণা সেন বলেন, “এই ছবিতে আমার থাকার একমাত্র কারণ অঞ্জন। পরিচালনার পর তাঁর সঙ্গে অভিনয় করাটা বেশ আনন্দের। এই ছবিতে একে অপরের সঙ্গে সেই কমফোর্টনেসটা ছিল।” অঞ্জন দত্ত বলেন, “পরমব্রতর ছবির দুনিয়ার আসার পিছনে আমার কিছুটা অবদান ছিল। অন্যদিকে আমাকে অভিনেতা করে তোলার পিছনে রীনাদির অবদান ছিল। এটা একটা অদ্ভুত কাকতালীয় ব্যাপার যে পরমের পরিচালনায় আমি আর রীনাদি একসঙ্গে অভিনয় করছি।”

আরও পড়ুন- Devoleena Bhattacharjee: ‘আমার সন্তান, আমার ধর্ম, আমি বুঝব! আপনি কে?’, মা হলেন ‘বিতর্কিত’ অভিনেত্রী দেবলীনা…

পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, “আমার হৃদয়ের খুব কাছের এই সিনেমা। আমি আমার বাবা-মাকে অনেক কম বয়সে হারিয়েছি। তাই এমন একটা বিষয় যেখানে এক বয়স্ক দম্পতি একে অপরের সঙ্গে কয়েক দশক ধরে আছেন, এই বিষয়টা আমাকে প্রভাবিত করে। আমি সেটাই এই ছবিতে ফুটিয়ে তুলেছি।” আগামী ৩১ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘এই রাত তোমার আমার’। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *