মাথার উপর খসে পড়তে পারে চাঙড়, ক্লাসে ঢুকতে ভয় পান পড়ুয়া থেকে শিক্ষক, আতঙ্কের স্কুলে পড়াশোনা বাইরেই…।roof may fall overhead any time in school study goes on outside the classroom


মনোরঞ্জন মিশ্র: বিদ্যালয়ের অবস্থা বেহাল। জরাজীর্ণ বিদ্যালয় ভবনের মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে চলছে পঠনপাঠন। মিড ডে মিলের রান্নার ঘর থেকে শৌচালয়ের অবস্থায় বেহাল। যখন-তখন মাথার উপর খসে পড়ছে চাঙড়। আতঙ্কের মধ্যে স্কুল ভবনের বারান্দায় চলে পড়াশোনা। ঘটনা পুরুলিয়ার মানবাজার ৩ নম্বর চক্রের পোলমী প্রাথমিক বিদ্যালয়ের।

আরও পড়ুন: South 24 Parganas: ভয়ংকর! কাঁকড়া ধরার জন্য নদীতে নামতেই বাঘ ঝাঁপিয়ে পড়ল কর্ণধরের উপরে, কামড়ে-ছিঁড়ে…

বিদ্যালয়ে রয়েছে ৮০ জন পড়ুয়া ও ৩ জন শিক্ষক-শিক্ষিকা। দীর্ঘ কয়েক বছর ধরেই জরাজীর্ণ অবস্থায় রয়েছে এই স্কুলভবন। জরাজীর্ণ শৌচালয়, মিড ডে মিলের রান্নাঘর। আরেকটি স্কুলভবন তৈরি হলেও আজও সেটির মাথায় কোনও ছাদ নেই। শীত-গ্রীষ্ম-বর্ষা– সব দিনই স্কুলের বারান্দাতেই চলে পঠনপাঠন। 

এরকম জরাজীর্ণ এক বিদ্যালয়ে যে কোনো সময়েই দুর্ঘটনা ঘটনার আশঙ্কা রয়েছে। তাই স্কুল ভবনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না ছাত্রছাত্রীদের। এদিকে এরকম বিদ্যালয়ে ছেলেমেয়েদের পাঠিয়েও আতঙ্কে থাকেন অভিভাবকেরা। বিষয়টি স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে বারবার জেলা অবর বিদ্যালয় পরিদর্শক থেকে শুরু করে জেলা শিক্ষা দফতরে জানানো হলেও কোনো সমাধান হয়নি বলে অভিযোগ।

আরও পড়ুন: Terrorists Killed in Kashmir: কাকভোরে কাঁপল কাশ্মীর! ভূস্বর্গে ফের এনকাউন্টার, খতম ৫ জঙ্গি…

বিদ্যালয়ের বেহাল অবস্থার কথা মেনে নিয়েছেন পুরুলিয়ার মানবাজার ৩ নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক নন্দদুলাল সিং। তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সমস্যার সমাধান হয়ে যাবে। অন্য দিকে, বিদ্যালয়ের হাল ফেরাতে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুরুলিয়া জেলা পরিষদ সভাধিপতি নিবেদিতা মাহাতো।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *