শীতের আমেজে ব্রেক! ঘনিয়েছে নিম্নচাপ, বঙ্গে বৃষ্টির পূর্বাভাস…| Break in the mood of winter Low pressure is approaching rain forecast in Bengal


অয়ন ঘোষাল: আজ স্নোফলের সম্ভাবনা। তুষারপাত হতে পারে শনিবারেও। দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। কালিম্পং এও সম্ভাবনা সামান্য। আজ দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শনিবারেও দক্ষিণবঙ্গের আট জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং এ হালকা বৃষ্টি শুক্র ও শনিবার। আগামী দু তিন দিন একই রকম পারদ। দক্ষিণ পূবের বাতাস বইবে। আংশিক মেঘলা আকাশ। আজ থেকে মেঘলা আকাশ। শীতের আমেজে ব্রেক। শুক্র ও শনিবার মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে।

 সিস্টেম

সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় এর অবস্থান। উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এটি আজ স্থলভাগে প্রবেশ করবে। এই নিম্নচাপের অভিমুখ উত্তর তামিলনাডু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে। এর ফলে তুষারপাতের সম্ভাবনা উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর পশ্চিম ভারতে।  ঘূর্ণাবর্ত থাকবে বাংলাদেশ ও রাজস্থান সংলগ্ন এলাকায়।

 দক্ষিণবঙ্গে

স্বাভাবিক বা তার ওপরে তাপমাত্রা। শনিবার পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে। শীতের আমেজে সাময়িক বিরতি। আংশিক মেঘলা আকাশ। শুক্র ও শনিবার মূলত মেঘলা আকাশের সম্ভাবনা। আজ শুক্রবার মেঘলা আকাশ ও বৃষ্টির পূর্বাভাস। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে খুব হালকা বৃষ্টি হবে, ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে। 

কাল শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও নদীয়া জেলাতে।

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে হালকা ধোঁয়াশা কুয়াশা থাকতে পারে। আজ কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। কুয়াশার সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে।

আরও পড়ুন:Ajker Rashifal | Horoscope Today: আইনগত বিষয়ে ধৈর্য ধরুন কন্যা, ধার নেওয়া এড়িয়ে চলুন মীন…

 উত্তরবঙ্গ

পশ্চিমী ঝঞ্ঝা। হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায়। হালকা তুষারপাতের খুব সামান্য সম্ভাবনা কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায়। সিকিমে তুষারপাতের প্রভাব পড়বে দার্জিলিং সহ-সংলগ্ন এলাকায়। উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকাতেই বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার ও শনিবার মেঘলা আকাশ ও বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে হালকা কোথাও খুব হালকা। 

কলকাতা

পূবালী হাওয়ায় ঢুকছে জলীয় বাষ্প। বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ। শুক্র ও শনিবার মেঘলা আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতার শীতে সাময়িক ধাক্কা। 

কলকাতার তাপমান

রাতের তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪২ থেকে ৯৫ শতাংশ। 

ভিনরাজ্যে

শৈত্য প্রবাহ পঞ্জাব এবং হিমাচল প্রদেশে। এই দুই রাজ্যে গ্রাউন্ড ফাস্ট এর সম্ভাবনা। শৈত্য প্রবাহ চলবে জম্মু-কাশ্মীর লাদাখ মোজাফফরাবাদ হরিয়ানা চন্ডিগড় এবং রাজস্থানে। ভারী বৃষ্টির সম্ভাবনা অন্ধ্রপ্রদেশ তামিলনাডু পন্ডিচেরি ও কড়াই কালে। ঘন কুয়াশা দাপট পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় আসাম মেঘালয় নাগাল্যান্ড মনিপুর মিজোরাম এবং ত্রিপুরাতে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *