দেড় লক্ষ টাকা লুঠ, নাবালককে বেধড়ক মার! ফের দাদাগিরি তৃণমূল কাউন্সিলরের…| Councilors dadagiri in Narendrapur accused of beating minor


তথাগত চক্রবর্তী: ফের কাউন্সিলরের দাদাগিরি। বাগুইআটির পর এবার নরেন্দ্রপুর। দোকানে ঢুকে বাবাকে না পেয়ে তার নাবালক ছেলেকে মারধর। দোকানে থাকা দেড় লক্ষ টাকা লুঠের অভিযোগ। গায়ের জোরে দোকানে তালাবন্ধ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। 

নরেন্দ্রপুর ষ্টেশন রোডে একটি দোকানে ঢুকে হামলা চালানোর অভিযোগ রাজপুর সোনারপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত মণ্ডলের বিরুদ্ধে। জোর করে এই সম্পত্তি দখল করতেই এই হামলা চালানোর অভিযোগ। এর আগেও সুব্রত সরকার নামে এক ব্যবসায়ীর উপর হামলা চালানো হয়। বৃহস্পতিবার ফের তার দোকানে হামলা হয়। কাউন্সিলর নিজে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনার সময় সুব্রত সরকারের ছেলে তন্ময় সরকার দোকানে ছিল। তাকেই মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিস। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন পৌরপিতা ও পৌর পারিষদ সদস্য রঞ্জিত মণ্ডল। এই ঘটনার পর আতঙ্কে বাড়ি ছাড়া পুরো পরিবার।

আরও পড়ুন:Kultali: বাড়ির দোরগোড়ায় বাঘের হামলা! গুরুতর আহত নাবালক, তীব্র আতঙ্কে…

প্রসঙ্গত, কিছুদিন আগেই এই রকমই এক ঘটনা সামনে আসে। জানা যায়, দিনে দুপুরে কাউন্সিলরের দাদাগিরি, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল ব্যবসায়ীকে। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ৫০ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ। তোলা না দিতে পাড়ায় দিনে দুপুরে ব্যবসায়ীকে কাউন্সিলরের অনুগামীরা আগ্নেয়াস্ত্র দিয়ে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। অভিযোগ রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ী থানা গেলেও পুলিস কোনও ব্যবস্থা নেয়নি, বলে অভিযোগ করতে।

ব্যবসায়ীর অভিযোগ, বিধাননগর কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী কিশোর হালদার নামে ওই ব্যবসায় থেকে ৫০ লক্ষ টাকা তোলা চায়। ব্যবসায়ী নিজের জমিতে বহুতল নির্মাণ করছেন কর্পোরেশনের বৈধ অনুমতি নিয়ে। তা সত্ত্বেও কাউন্সিলর তোলা চায়। ব্যবসায়ী কাছে এর আগেও তোলা চাওয়া হয়। সেই সময় ব্যবসায়ী টাকা দেন। এবারও তোলা চাওয়া হয়। তিন লক্ষ টাকা দেন ব্যবসায়ী। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *