কয়েকদিনের মধ্যেই ২ থেকে ৩ ডিগ্রি পারদপতন! আগামীকাল তুষারপাতের সম্ভাবনাও! নিম্নচাপটি ঠিক কোথায় এখন?।will christmas and 31st december celebration be in wintry weather with temperature drop bengal winter update Bengal Weather Update


অয়ন ঘোষাল: হয়ে গেল শনিবারের বিকেলের আবহাওয়া আপডেট। জানিয়ে দিলেন পূর্বাঞ্চলীয় আবহাওয়া অধিদফতর আলিপুরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত। কী বললেন তিনি?  

আরও পড়ুন: Boro Maa Naihati: দুঃসাহসিক! নৈহাটির বড় মাকে জড়িয়ে এ কী? বড় মা’র নামে ওয়েবাসইট খুলে তার মাধ্যমে…

জানা গেল, গোটা দক্ষিণবঙ্গের ১০ জেলা এবং উত্তরের দুই জেলায় আজ, শুক্রবার রাত পর্যন্ত বৃষ্টি। দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনাতেও বৃষ্টি, তবে মাঝারি। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা বৃষ্টি। উত্তরে দুই জেলাতেও হালকা বৃষ্টি। আগামীকাল, রবিবার থেকে আর বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে। উত্তরে রবিবার দার্জিলিং ছাড়া আর কোথাও বৃষ্টি নেই।

আগামীকাল বরং পাহাড়ে হালকা তুষারপাতের সম্ভাবনা আছে। রবিবার থেকে তাই বর্ষশেষ উদযাপনের আদর্শ পরিবেশ। শুষ্ক আবহাওয়া। আগামী ২৪ ঘণ্টায় ফের পারদ পতন। ৪৮ ঘণ্টায় ২ থেকে ৩ ডিগ্রি পারদ পতন। ৭২ ঘণ্টা পর থেকে ফের সামান্য পারদ উত্থান। জাঁকিয়ে না হলেও হালকা শীতের আমেজে কাটবে বড়দিন। বড়দিন এবং বর্ষশেষের রাতে কলকাতার পারদ ১৬ থেকে ১৫-এর মধ্যে থাকতে চলেছে।

দক্ষিণের সব জেলায় রবিভোরে হালকা থেকে মাঝারি কুয়াশা। উত্তরে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার বাদে সব জেলায় ঘন কুয়াশা। রবিবার উত্তরবঙ্গে খুব ভোরে দৃশ্যমানতা কোথাও কোথাও ২০০ মিটারেরও নীচে নেমে যেতে পারে।

আরও পড়ুন: Lord Shani Zodiacs 2025: ২০২৫-য়ে শনির সুনজরে কারা? জেনে নিন, কোন কোন রাশি ভাসবেন প্রাপ্তির প্রচুর প্লাবনে…

নিম্নচাপ আছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে। তা কিছুটা এগিয়েছে। গত ৬ ঘণ্টায় ১২ কিলোমিটার গতিবেগে এগিয়েছে এটি। অভিমুখ বিশাখাপত্তনম। রবিবার বিকেল পর্যন্ত গভীর সমুদ্রে যাওয়া নিষেধ মৎস্যজীবীদের। অন্ধ্র তামিলনাড়ু উপকূলে নিষেধাজ্ঞা। গত ২৪ ঘণ্টায় সবথেকে বেশি বৃষ্টি ঝাড়গ্রামে। প্রায় ৮ মিলিমিটার। কলকাতায় বৃষ্টি হয়েছে ২ মিলিমিটার। পশ্চিম মেদিনীপুরে ৫ মিলিমিটার। পূর্ব মেদিনীপুরে ৮ মিলিমিটার।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *