Shyam Benegal Passes Away: নব্বইয়ে আলবিদা! প্রয়াত শ্যাম বেনেগাল…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলে গেলেন নবতিপর পরিচালক শ্যাম বেনেগাল। ৯০ বছর বয়সে প্রয়াত কিংবদন্তি পরিচালক। দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন তিনি। সোমবার সন্ধ্যে ৬.৩০টা নাগাদ মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কিডনিজনিত সমস্যা ভুগছিলেন। সপ্তাহে প্রায় তিনবার ডায়ালিসিস করাতে হত প্রবীন পরিচালককে। তবু কাজ করে যাচ্ছিলেন।

আরও পড়ুন, Allu Arjun: ‘জাস্টিস’-এর দাবিতে অল্লু অর্জুনের বাড়িতে পাথর ছুঁড়ে বিক্ষোভ! গ্রেফতার ৮…

বছর শেষ ‘অঙ্কুর’, ‘নিশান্ত’-এর মতো ছবির পরিচালক দিকশূন্যপুরে পাড়ি দিলেন।  তাঁর একমাত্র কন্যা পিয়া বেনেগাল এদিন তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করেন। গত বছরই ‘মুজিব: দ্য মেকিং অফ নেশন’ -নামে একটি ছবি তৈরি করেন তিনি। ‘মন্থন’ নির্মাতা গত ১৪ ডিসেম্বর পরিবার পরিজনের সঙ্গে নব্বইতম জন্মদিন পালন করেন।অভিনেতা কুলভূষণ খারবান্দা, নাসিরুদ্দিন শাহ, দিব্যা দত্ত, শাবানা আজমি, রজিত কাপুর, অতুল তিওয়ারি, চলচ্চিত্র নির্মাতা-অভিনেতা এবং শশী কাপুরের ছেলে কুনাল কাপুর এবং অন্যান্যরা এই উদযাপনে সামিল হন।

ভারত সরকার ১৯৭৬ সালে পদ্মশ্রী এবং ১৯৯১ সালে তাঁকে পদ্মভূষণে সম্মানিত করেন। তার সফল সিনেমাগুলির মধ্যে রয়েছে মন্থন, জুবেইদা, ওয়েল ডান আব্বা, নেতাজি সুভাষ চন্দ্র বোস: অ্য ফরগটেন হিরো, সরদারি বেগম। শ্যাম বেনেগাল ১৯৩৪ সালে হায়দরাবাদে জন্মগ্রহণ করেন এই কালজয়ী শিল্পী। তিনি কোঙ্কনি-ভাষী চিত্রপুর সারস্বত ব্রাহ্মণ পরিবার থেকে ছিলেন। তার বাবা শ্রীধর বি. বেনেগাল, মূলত কর্ণাটকের একজন ফটোগ্রাফার ছিলেন।

মাত্র ১২ বছর বয়সে তাঁর বাবার উপহার দেওয়া একটি ক্যামেরা ব্যবহার করে তার প্রথম সিনেমা তৈরি করেন প্রয়াত পরিচালক। তিনি হায়দ্রাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে যান, যেখানে তিনি হায়দরালাদ ফিল্ম সোসাইটি প্রতিষ্ঠা করেন, যা সিনেমায় তাঁর বর্ণাঢ্য যাত্রার সূচনা করে। 

আরও পড়ুন, Payal Kapadia: দেশ দেয়নি এন্ট্রি! একাই অস্কারের দৌড়ে লড়বে পায়েলের ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *