জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বঙ্গ বিজেপির অস্বস্তি ফের বাড়ল! এবার ‘পার্ট টাইম’ প্রেসিডেন্ট খোঁচা তথাগত রায়ের। এই মন্তব্যের কারণে আরও অস্বস্তি বাড়ল বলে মনে করছে বিজেপি শিবির। ২২ ডিসেম্বর রবিবার নিজের এক্স হ্যান্ডেলে তথাগত রায় লেখেন, “২০২৬ এর ভোট এর আরও এক সপ্তাহ কাছে চলে এসেছে। ” রাজ্যে পূর্ণসময়ের সভাপতি চেয়ে আগেও সরব হয়েছেন তিনি। এবার মোদী, নাড্ডা ও সংঘ পরিবার কে ট্যাগ করে পোস্ট।
One more week passes. 2026 West Bengal assembly elections are closer by one more week. Meanwhile, in this godforsaken, Islamist-overrun, infiltrator-infested critical border state, the hapless BJP staggers on with a part-time president. @narendramodi_in @JPNadda @RSSorg
— Tathagata Roy (@tathagata2) December 22, 2024
(সবিস্তারে আসছে)
আরও পড়ুন: Bengal Weather Update: ধীরে ধীরে ঊর্ধ্বমুখী বাংলার পারদ! শীতের সম্ভাবনা নেই বড়দিনেও…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)