‘ও জানল কী করে!’, সুকান্তের বিরুদ্ধে পাল্টা জঙ্গি-যোগের অভিযোগ শওকতের.. TMC MLA Saokat Molla attacks BJP president Sukanta Majumder


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘আমার সঙ্গে যদি জঙ্গি সংগঠনের যোগাযোগ থাকে, জানল কী করে’! বিজেপি রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) বিরুদ্ধে পাল্টা জঙ্গি যোগের অভিযোগ করলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা (TMC MLA Saokat Molla)। সঙ্গে হুঁশিয়ারি, ‘প্রমাণ করতে হবে যে, আমি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। খুব তাড়াতাড়ি আইনি নোটিশ ধরাব। ওকে কোর্টে টেনে নিয়ে যাব’। 

আরও পড়ুন:  Malbazar: বড়দিনে বড় ক্ষতি! বীভত্‍স আগুনে পুড়ল চাবাগানের বাড়ি, ভস্মীভূত সংসার…

শওকত বলেন, ‘আমার সঙ্গে যদি জঙ্গি সংগঠনের যোগাযোগ থাকে, সেটা সুকান্ত মজুমদার জানল কী করে! জঙ্গি সংগঠনের সঙ্গে সুকান্ত মজুদারের সরাসরি যোগ আছে, শলা-পরামর্শ হয়। না হলে একথা বলবে কী করে! যদি আমার সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগাযোগ থাকে, কেন্দ্রের তো অনেক এজেন্সি আছে, তাদের দিয়ে দেখা হচ্ছে না কেন। এই ধরনের কথা বলে মানুষকে যে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে, সেটা অত্যন্ত নিন্দনীয়’।

সুকান্তকে কটাক্ষ, ‘পাগল, দিশাহীন মানুষ। যেদিন থেকে বিজেপির সভাপতি হয়েছে, সেদিন থেকে বাংলায় বিজেপি দলটা রসাতলে চলে গিয়েছে। এরা যত এ ধরনের কথা বলবে, বাংলায় তত তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে। আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারব’।

ঘটনাটি ঠিক কী? ক্যানিংয়ে কাশ্মীরের জঙ্গি! নাম, জাভেদ আহমেদ মুন্সি। বাড়ি কাশ্মীরের তাংপুরা এলাকা। কলকাতা পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স, বারুইপুর জেলা পুলিস ও জম্মু-কাশ্মীর পুলিস যৌথ অভিযানে ধরা পড়েছে জাভেদ। কবে? রবিবার। সুকান্তের দাবি, বাংলাদেশের একটি নির্দিষ্ট জঙ্গি গোষ্ঠীর সঙ্গে আছে বিধায়ক শওকত মোল্লা। তাঁর কথায়, তিনি চাইছেন, আমাদের বিরোধী দলনেতার উপর হামলা হোক’।

আরও পড়ুন:  Graveyard in Rangamati: শতাব্দীপ্রাচীন সমাধিক্ষেত্র! আজ আর কেউ মোমবাতি জ্বালতেও আসেন না এখানে, অথচ…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *