জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বক্স অফিসে ঝড় তুলেছে দেবের (Dev) খাদান (Khadaan)। অনেকদিন পরে মূলধারার বানিজ্যিক ছবিতে ফিরেছেন সুপারস্টার। ক্রিসমাসের আগের উইকেন্ডেই মুক্তি পেয়েছে দেবের বহু প্রতীক্ষিত ছবি ‘খাদান’। এই ছবির প্রচারের মাঝেই আচমকা দেবকে ইনস্টাগ্রামে আনফলো করে দেন রুক্মিনী মৈত্র (Rukmini Maitra)। আর তা নিয়েই হইচই পড়ে যায় নেটপাড়া। বিচ্ছেদের গল্পও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যদিও দুই তারকাই নীরবতা বজায় রেখেছেন। তবে এবার দেবের জন্মদিনে জল্পনায় জল ঢেলে দিলেন রুক্মিনী।
আরও পড়ুন- Oscars 2025: অস্কারের দৌড়ে বাঙালি পরিচালকের ছবি ‘দ্য জেব্রাজ’, মুখ্য চরিত্রে প্রিয়াঙ্কা সরকার…
বড়দিনে অর্থাত্ বুধবার ৪২-এ পা দিলেন টলিউড সুপারস্টার দেব। একদিকে জন্মদিন তো অন্যদিকে বক্স অফিসে খাদানের ৫ কোটি অতিক্রমের যৌথ সেলিব্রেশনে মাতেন অভিনেতা। বার্থডে পার্টির কেকেও দেখা যায় খাদানের প্রতিফলন। আর বেশ কয়েকদিন পর একসঙ্গে ফ্রেমবন্দি হলেন দেব ও রুক্মিনী। কেক কাটার সময় দেবের পাশেই বার্থডে বয়ের জন্য গান গাইছিলেন রুক্মিনী। এখানেই শেষ নয়, পার্টিতে একসঙ্গে মন মানে না গানে তুমুল নাচলেনও তারকা জুটি। আর বুঝিয়ে দিলেন তাঁদের বিচ্ছেদের গল্প আসলে অন্যদের মনগড়া কাহিনী। দেব রুক্মিনীকে ফের একসঙ্গে দেখে খুশি ফ্যানেরাও।
বৃহস্পতিবার দেবের সঙ্গে একটি ছবি পোস্ট করে তাঁর উদ্দেশ্যে লেখেন, ‘শুধু প্রতি জন্মদিনে নয়, প্রতিটা দিনই এই বিশ্ব তোমার হোক, শুভেচ্ছা জানাই।অপ্রতিরোধ্য হও, অপরাজিত থাকো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষের জন্য ভালো করো এবং এই মহাবিশ্ব তোমার জন্য থাকবে। শুভ জন্মদিন দেব। ভালোবাসা আর ভাগ্য সহায় হোক তোমার সবসময়’।
আরও পড়ুন- Dev | Khadaan: ঐতিহাসিক! রিলিজের আগেই নজির গড়ল দেবের ‘খাদান’…
সুজিত রিনো দত্ত পরিচালিত এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন দেব। দেব ছাড়াও এই ছবিতে যিনি প্রশংসা পেয়েছেন তিনি হলেন যীশু সেনগুপ্ত। এই ছবিতে প্রথমবার দেবের সঙ্গে জুটি বেঁধেছেন ইধিকা পাল। এপার বাংলায় এটিই ইধিকার প্রথম সিনেমা। ছবির প্রচারে কোনও খামতি রাখেননি দেব। সারা বাংলা ঘুরে ছবির প্রচার করেছে খাদানের গোটা টিম। দেবের ফিল্মি কেরিয়ারে সবথেকে দ্রুত গতিতে এক কোটির ঘরে প্রবেশ করা ছবি ‘খাদান’। তবে কোটির সংখ্যা দিনের সঙ্গেই ক্রমবর্ধমান। নিজের রেকর্ড নিজেই ভাঙছেন দেব। পাঁচ দিনে পাঁচ কোটির গণ্ডি ছুঁয়েছে ‘খাদান’, সে কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে প্রযোজনা সংস্থা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)