Oscars 2025: অস্কারের দৌড়ে বাঙালি পরিচালকের ছবি ‘দ্য জেব্রাজ’, মুখ্য চরিত্রে প্রিয়াঙ্কা সরকার…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবছর অস্কারে (Oscars 2025) ভারতের অফিসিয়াল এন্ট্রি ছিল ‘লাপাতা লেডিজ’। প্রথমেই বিদায় নিয়ে সেই ছবি। অস্কারের প্রথম ১৫ ছবিতে জায়গা পায়নি সেই ছবি। অন্যদিকে, অস্কারে সেরা আন্তর্জাতিক ফিচারের জন্য ভারত থেকে এন্ট্রি হিসাবে পাঠানো হয়নি পায়েল কাপাডিয়ার ডেবিউ ফিচার ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’কে। সম্প্রতি জানা গিয়েছে, এই ছবি বঞ্চিত হয়েও অস্কারের মঞ্চে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা ছবি, পরিচালক এবং সেরা মৌলিক চিত্রনাট্য-সহ সমস্ত বিভাগের জন্য স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। এবার সেই তালিকায় যোগ হল আরেক ছবি, প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar) অভিনীত অনীক চৌধুরী (aneek Chaudhuri) পরিচালিত হিন্দি ছবি “দ্য জেব্রাজ”(The Zebras)।

আরও পড়ুন-Payal Kapadia: দেশ দেয়নি এন্ট্রি! একাই অস্কারের দৌড়ে লড়বে পায়েলের ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’…

অ্যাকাডেমি পুরস্কারের অন্তিম পর্যায়ের মনোনয়নের দৌড়ে প্রিয়াঙ্কা সরকার অভিনীত হিন্দি ছবি “দ্য জেব্রাজ”। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চলচ্চিত্র পরিচালক অনীক চৌধুরী পরিচালিত এই ছবিতে প্রিয়াঙ্কা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শারীব হাসমী ও ঊষা ব্যানার্জী। অস্কারের মেইন কম্পিটিশনের আন্তর্জাতিক ছবির, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ চিত্রনাট্য ও শ্রেষ্ঠ অভিনয়ের মতন গুরুত্বপূর্ণ বিভাগে আপাতত মনোনয়নের জন্য নির্বাচনী পর্যায়ের অন্তিম লড়াই লড়ছে ছবিটি । ভবিষ্যত পৃথিবীতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ও মানবতার মধ্যেকার আক্রমণাত্মক সহাবস্থান, তার মানবিক ও দার্শনিক বিভাজনের কাহিনী উঠে এসেছে ছবির প্রেক্ষাপট জুড়ে । 

প্রিয়াঙ্কার সরকার এই ছবির লড়াই প্রসঙ্গে বলেন, ‘আমরা অত্যন্ত ভালোবেসে, যত্ন নিয়ে এই ছবির কাজটা করেছিলাম । যখনই অনীক আমার কাছে ছবিটার ভাবনা নিয়ে আসে, আমি তখন থেকেই গল্পটার প্রতি খুব আকৃষ্ট হয়ে পড়ি । খুব ব্যস্ততার মধ্যে শ্যুট করেছিলাম আমরা, কিন্তু একজন শিল্পী হিসেবে খুব আনন্দ করে, উপভোগ করে কাজটা করেছি, আজ এত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চে আমাদের এই ছবি, শ্যুটিং এর মুহূর্ত গুলো মনে পড়ছে । আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স আজকের দিনেই আমাদের জীবনের অঙ্গাঙ্গী অংশ হয়ে উঠেছে; আমাদের ছবি এমন এক ভবিষ্যত পৃথিবীর কথা বলে যেখানে এই আর্টিফিয়াল ইন্টেলিজেন্স তার চরমতার শিখরে; মানুষের জীবনে প্রযুক্তির এই প্রভাব কী হতে পারে, এই ছবি আমাদের দেখিয়ে দেবে । ছবিতে আমি সুমেরা নামে একজন মডেলের চরিত্রে; তার একটা খুব ইন্টারেস্টিং অভিযান রয়েছে ছবিটা জুড়ে । আজ অস্কার দৌড়ে সামিল আমাদের এই ছবি, আমি খুবই আশাবাদী, সকলের শুভকামনা কাম্য।’

আরও পড়ুন- Pushpa 2 The Rule: কে থামাবে ‘পুষ্পা’ রাজ! অল্লু আগুনে ছারখার সব রেকর্ড, ৭০০ কোটির এই ক্লাবে ইতিহাস…

অন্যদিকে পরিচালক অনীক চৌধুরী জানালেন, ‘দ্য জেব্রাজ শুধু একটা ছবি নয়, এটা আমাদের সমকালীনতার দলিল । এই ছবি এমন এক সমাজের কথা বলে যেখানে মানুষ ও যন্ত্রের মধ্যেকার বিভেদ টা ক্রমশ ঝাপসা হয়ে আসছে । অস্কারের দৌড়ে অন্তিম পর্যায়ের মনোনয়নে এই ছবির সংযোজন শুধু যে সম্মানের তা নয়, আজকের এই স্বীকৃতি আমাদের পুরো টিমের একাগ্রতার ফল । সকলকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই’।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *