জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়লেন তমলুকের প্রাক্তন সাংসদ দিব্য়েন্দু অধিকারী। ডান হাত ভেঙে গিয়েছে তাঁর। আঘাত লেগেছে বুক, কোমর ও পিঠেও। চিকিত্সা চলছে।
আরও পড়ুন: Saokat Molla: ‘সুকান্ত-শুভেন্দু সাইকো পেসেন্ট, এদের…’! শওকত মোল্লা
ঘটনাটি ঠিক কী? তৃণমূল ছেড়ে এখন বিজেপিতে। আজ, শুক্রবার দলের একটি মিছিল। সেই মিছিলে যোগ দেওয়ার জন্য বাড়ি থেকে বেরোচ্ছিলেন দিব্যেন্দু। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা পিছলে পড়ে যান তিনি। এরপর গুরুতর আহত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
আরও পড়ুন: East Bardhaman: ভয়ংকর! হিংস্র হেরোলের আক্রমণে আক্রান্ত ১৫, ভয়ে পিটিয়ে মারল…
তৃণমূল থাকাকালীন তমলুকের সাংসদ ছিলেন শুভেন্দু অধিকারী। এরপর তমলুকের সাংসদ হন তাঁর দিব্যেন্দু। কবে? ২০১৯ সালে। কিন্তু চব্বিশে লোকসভা ভোটে টিকিট পাওয়া তো দূর, গত ২ বছর সঙ্গে তৃণমূলের সঙ্গে দিব্য়েন্দুর কোনও সম্পর্ক ছিল না বললেই চলে। অনেক কটাক্ষ, চাপাউতোর চলে। শেষপর্যন্ত চলতি বছরের মার্চে বিজেপিতে যোগ দেন তিনি। দিল্লিতে প্রাক্তন তৃণমূল সাংসদের হাতে দলের পতাকা তুলে দেন বিজেপির আইটি সেলে প্রধান অমিত মালব্য।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)