ইউটিউব দেখে খন্ড খন্ড করে লাশ কাটছে দম্পতি, প্রকাশ্যে হাড়হিম ভিডিয়ো…| Bhaggyolokkhi a cold blooded family nightmare Directed by Mainak Bhaumik


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেশ কয়েক বছর পর নতুন বছরে নতুন এক রহস্যময় চমক নিয়ে আসতে চলেছেন মৈনাক ভৌমিক। তাঁর আগামী ছবি ভাগ্যলক্ষ্মী (Bhaggyolokkhi)। পরিচালক ও চিত্রনাট্যকার মৈনাক ভৌমিকের এই ছবি একটি থ্রিলার, মূলত মার্ডার মিস্ট্রি। ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়াতে সাড়া ফেলেছে এই ছবির ট্রেলার। মৈনাকের এই গল্পে মধ্যবিত্ত পরিবারের এক দম্পতিকে তুলে ধরা হয়েছে। ছবিতে প্রধান চরিত্রে দেখা যাচ্ছে ঋত্বিক চক্রবর্তী ও শোলাঙ্কি রায়কে। এছাড়াও রয়েছেন স্বস্তিকা দত্ত, রতন সরখেল,লোকনাথ দে, নীল মুখার্জী, সুব্রত দত্ত,দেবপ্রিয় মুখার্জী,লোকনাথ দে, যুধাজিৎ সরকার, অনন্যা দাস সহ আরও বিশিষ্ট অভিনেতা। 

আরও পড়ুন-  ‘রোজের সঙ্গী’! চোখের জল বাঁধ মানছে না সোহিনীর, হঠাত্‍ কী হল অভিনেত্রীর?

ট্রেলারের শুরুতেই এক বিবাহিত দম্পতিকে দেখানো হয় যাদের নাম সত্য এবং কাবেরী। দুজনেই মধ্যবিত্ত পরিবারের মানসিক চাপ ও বিরক্তকর জীবনে ফেঁসে গিয়েছেন। তাঁদের ছেলেকে দিল্লির একটি ভালো স্কুলে ভর্তি করেন কিন্তু স্কুলের খরচ জোগাড় করা তাদের পক্ষে ভীষণ চাপের হয়ে দাঁড়ায়। হঠাত্‍ এক রাতে তাদের জীবনে এক মোড় আসে। সেই রাতে তাঁদের বাড়িতে একটা খুন হয়ে যায়। এবং ওই মৃত দেহের সঙ্গে মেলে এক স্যুটকেস ভর্তি টাকা। এই স্যুটকেসই তাঁদের জীবনে নিয়ে আসে নানা রকমের ঝড়ঝঞ্ঝা।  তাঁরা কীভাবে সবরকম পরিস্থিতি সামলায় এবং শেষে কি তাঁরা আদৌ সুখের স্বাদ পাবে নাকি পুলিসের হাতে ধরা পড়বে? সেখানেই যত ধন্দ। 

আরও পড়ুন- ৯১ বছর বয়সেও ‘আশা’ ম্যাজিক অব্যাহত! মঞ্চে ভিকি কৌশলের ‘তওবা তওবা’র হুকস্টেপে মাতলেন কিংবদন্তি…

এই ছবির মূল চরিত্র ঋত্বিক চক্রবর্তী জানান, এটি মৈনাকের সঙ্গে তাঁর পঞ্চম কাজ। তিনি এই ছবিতে সত্য চরিত্রে অভিনয় করেছেন। সত্য একজন প্রেস রিপোর্টার হিসেবে কাজ করতেন কিন্তু হঠাত্‍ করেই একদিন তাঁর চাকরি চলে যায় তারপরই শুরু হয় বিপত্তি। বোঝাই যাচ্ছে, শুধু মার্ডার মিস্ট্রি নয়, এই ছবির মধ্যে দিয়ে সমাজের বিভিন্ন দিককে মানুষের সামনে তুলে ধরার এক প্রচেষ্টা করা হয়েছে। শোলাঙ্কি রায় জানান তিনি ভাগ্যলক্ষ্মীতে কাবেরী চরিত্রে অভিনয় করেছেন। মৈনাকের সঙ্গে তাঁর এটা প্রথম কাজ। তিনি খবুই আনন্দ ও মজার সঙ্গে এই কাজটি করেছেন। স্বস্তিকা দত্ত জানান তিনি এখানে গার্গী চ্যাটার্জী চরিত্রে অভিনয় করছেন। তিনি জানান মৈনাক ভৌমিক তাঁর অত্যন্ত পছন্দের একটি মানুষ, পাশাপাশি শোলাঙ্কি ও ঋত্বিকের মতো বিশিষ্ট মানুষদের সঙ্গে কাজ করে তিনি খুবই খুশি। নন্দী মুভিজের প্রযোজনায় আগামী ১০ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘ভাগ্যলক্ষ্মী’।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *