কোরবান শাহ হত্যা মামলায় অবশেষে জামিন মেদিনীপুরের দাপুটে বিজেপি নেতা আনিসুরের! BJP leader Anisur Rahaman finall gets bail from supreme Court in korpan shah murder case


অর্ণবাংশু নিয়োগী: ৫ বছর পার। কোরপান শা খুনের মামলায় অবশেষে জামিন পেলেন  আনিসুর রহমান। শর্তসাপেক্ষে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। ‘মেদিনীপুর জেলায় ঢুকতে পারবেন আনিসুর’, জানালেন তাঁর আইনজীবী গৌতম দে।

আরও পড়ুন:  Bengal BJP: বাংলায় বেহাল বিজেপি! সদস্য সংগ্রহে টায়েটুয়ে পাশ মার্কস…

ঘটনাটি ঠিক কী? ২০১৯ সালের ৯ অক্টোবর। নবমীর দিন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মাইশোরা বাজারে দলের কার্যালয়েই খুন হয়েছিলেন তৃণমূলের পাঁশকুড়া ব্লকের কার্যকরী সভাপতি, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কোরবান শাহ। খুব কাছ থেকে তাঁকে  লক্ষ্য করে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। সেই ঘটনায় আনিসুরকে গ্রেফতার করে পুলিস।

এর আগে, ২০২১ সালে তৃণমূল নেতা কুরবান শাহ খুনের মামলায় এই আনিসুরের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নিয়েছিল রাজ্য সরকার। বস্তুত, রাজ্যের সুপারিশ মেনে অভিযুক্তকে জামিনও দিয়েছিল তমলুক আদালত। কিন্তু সেদিনই আবার আনিসুরের জামিনের বিরোধিতা করে জেলা আদালতে দ্বারস্থ হন নিহত তৃণমূল নেতার স্ত্রী।  ফলে জামিন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফের গ্রেফতার করা হয় আনিসুরকে। এরপরই সুপ্রিম কোর্টের জামিনে আবেদন করেন তিনি।

এর আগে, ২০২১ সালে তৃণমূল নেতা কুরবান শাহ খুনের মামলায় এই আনিসুরের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নিয়েছিল রাজ্য সরকার। বস্তুত, রাজ্যের সুপারিশ মেনে অভিযুক্তকে জামিনও দিয়েছিল তমলুক আদালত। কিন্তু সেদিনই আবার আনিসুরের জামিনের বিরোধিতা করে জেলা আদালতে দ্বারস্থ হন নিহত তৃণমূল নেতার স্ত্রী।  ফলে জামিন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফের গ্রেফতার করা হয় আনিসুরকে। এরপরই সুপ্রিম কোর্টের জামিনে আবেদন করেন তিনি।

এদিকে তখনও তমলুক  জেলে বন্দি। ফেসবুকে একটি পোস্ট করেছিলেন বিজেপি নেতা আনিসুর। তাও আবার যেমন তেমন ছবি নয়! খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিজের ছবি। সঙ্গে ক্য়াপশন, ‘প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে’।  যিনি জেল হেফাজতে, তাঁর ফেসবুক অ্যাকাউন্ট কী করে চলছে? দানা বেঁধেছিল  বিতর্ক।

আরও পড়ুন:  Shantipur State General Hospital: ‘দ্বিতীয় অভয়া হয়ে যাবে’, সরকারি হাসপাতালে তরুণী চিকিত্‍সককে হুমকি খোদ সুপারের!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *