ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিশে এবার লাগাম টানল স্বাস্থ্য দফতর! Professor Doctors working in govt hospital can not practise outside without permission


‘অনুমতি ছাড়া কোন ধরনের প্রাইভেট প্রাকটিস নয়’। সরকারী হাসপাতালের অধ্যাপক-চিকিত্‍সকদের জন্য এবার  নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর। নির্দেশিকায় উল্লেখ, সরকারি হাসপাতালে কর্মরত কোনও অধ্যাপক চিকিত্‍সক যদি প্রাইভেট প্র্যাকটিস করতে চান, তাহলে ডিরেক্টর অফ হেল্প এডুকেশনের কাছ থেকে অনুমতি নিতে হবে। নো-অবজেকশন সার্টিফিকেট লাগবে।  শুধু তাই নয়, সরকারি হাসপাতালে কোয়ার্টার প্রাইভেট প্র্যাকটিশ করা যাবে না।


Updated By: Jan 6, 2025, 06:40 PM IST





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *