সীমান্তে অনুপ্রবেশ! ভারতীয় ভূ-খণ্ডে ঢুকতেই BSF-র তাড়া খেয়ে পালাল BGB… Bangladesh Borders guards reportedly tries to penetration in indian territory at Krishnanagar Border


পিয়ালী মিত্র: কৃ্ষ্ণনগরে ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা। সূত্রের খবর,  ভারতীয় ভূ-খণ্ডের ৫ কিমি ভিতরে অনুপ্রবেশের চেষ্টা করে বাংলাদেশ বর্ডার গার্ডস বা বিজিবি। বিএসএফের বাধায় শেষপর্যন্ত ফিরে যায় বাংলাদেশে সীমান্তরক্ষীরা। স্রেফ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্টই নয়, এই ঘটনায় বিজিবি-র কাছে প্রতিবাদপত্রও পাঠিয়েছে বিএসএফ।

আরও পড়ুন:  Mal Bazar: ভরা বাজারে বানর বাহিনীর লঙ্কাকাণ্ড, সামাল দিতে হিমসিম মানুষজন…

ঘটনাটি ঠিক কী? ভারত-বাংলাদেশে সীমান্তের একটি অংশই পশ্চিমবঙ্গে। উত্তর ২৪ পরগনায় স্থলসীমা ১৫০ কিমি, আর নদিয়ায় ২১৬ কিমি। সূত্রের খবর, কৃষ্ণনগর সেক্টরের সীমান্তটি দক্ষিণবঙ্গে বিএসএফের ৬৮ নম্বর ব্যাটেলিয়নের অধীনস্থ। উল্টোদিকে বাংলাদেশের ভূ-খণ্ডে মোতায়েন থাকে বিজিবি ৫৮ নম্বর ব্যাটেলিয়ন। দুইদেশের মাঝে রয়েছে একটি নদীও। যে নদীর একাংশ ভারতের,আর বাকিটা বাংলাদেশের।

আজ, মঙ্গলবার সকালে এক কমান্ডারের নেতৃত্বে বিজিবি-র একটি টিম ঢুকে পড়ে ভারতীয় ভূ-খণ্ডের ৫ কিমি ভিতরে! এরপর বিএসএফ যখন প্রতিবাদ করে, তখন পিছু হটে বিজিবি। কিন্তু সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয়, ভারতের ওই ৫ কিমি এলাকা দখল করে নিয়েছে তারা।

আরও পড়ুন:  Howrah Accident: পাশ থেকে চেপে দিল বেসরকারি বাস, ডিভাইডারে ধাক্কা মেরে মর্মান্তিক মৃত্যু চিকিত্সকের

চুপ করে থাকেনি বিএসএফ। সীমান্তরক্ষা বাহিনীর কড়া বিবৃতি, ‘ভারতের ভূ-খণ্ড দখলের ভিত্তিহীন। যেহেতু এলাকাটি নদী সীমান্ত, তাই পিলার দিয়ে দু’দেশের এলাকা ভাগ করে দেওয়া হয়েছে। বিভ্রান্তিমূলক প্রচার করা হচ্ছে যে, ওই এলাকাটি বিজিবির দখলে চলে গিয়েছে’। দক্ষিণবঙ্গে বিএসএফ জিআইজি নীনালাটপাল পাণ্ডে বলেন, টকৃষ্ণনগরে একটি মিডিয়া ক্লিপিংস ছড়িয়ে পড়েছে। সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। ওখানে কোনও কিছু বদল হয়নি’।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *