Tiger in Dalma | Tiger in Purulia: যাচ্ছেই না বাঘ-আতঙ্ক! কোথাও পায়ের ছাপ, কোথাও রক্তাক্ত শিকার! রয়্যাল বেঙ্গল টাইগার এবার দলমার জঙ্গলে…।Tiger in Dalma Tiger in Purulia Royal Bengal Tiger Scare of Tiger of palamu


মনোরঞ্জন মিশ্র: পুরুলিয়ায় ফের অবস্থান পরিবর্তন করল বাঘ। ওদিকে কুলতলির মৈপিঠেও অবস্থান পরিবর্তন করল বাঘ। মৈপিঠের দক্ষিণ বৈকুন্ঠপুর-সংলগ্ন জঙ্গলে ছিল সে। সেখানে থেকে প্রায় দেড় কিলোমিটার পেরিয়ে সে এখনন উত্তর বৈকুন্ঠপুর এলাকায় বলে মনে করা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার মতো ঝাড়খণ্ড-লাগোয়া পুরুলিয়াতেও নতুন করে বাঘ-আতঙ্ক তৈরি। ঝাড়খন্ডের চান্ডিল-লাগোয়া বালিডি জঙ্গল ছেড়ে রয়্যাল বেঙ্গল টাইগার দলমা পাহাড়ের জঙ্গলে আশ্রয় নিয়েছে বলে জানা গিয়েছে। দলমা পাহাড়-লাগোয়া চাষজমিতে মিলেছে বাঘের পায়ের ছাপ। 

আরও পড়ুন: Maha Kumbh After 144 Years: গঙ্গা-যমুনা-সরস্বতীর মিলনস্থল প্রয়াগরাজেই এবার এই আশ্চর্য কুম্ভ! না পৌঁছতে পারলে কিন্তু মনুষ্যজন্মই বৃথা…

পুরুলিয়ায় যেহেতু বাঘের গলায় রেডিয়ো কলার নেই, সেহেতু বাঘকে ট্র্যাক করার কাজটা একটু কঠিন হয়ে যাচ্ছে। বন বিভাগের ভরসা সেই পায়ের ছাপই। সেই সূত্র ধরেই ঝাড়খণ্ডের বন বিভাগের আধিকারিকদের অনুমান, ওই বাঘ বর্তমানে দলমা পাহাড়ে আশ্রয় নিয়েছে।

গত পাঁচ দিন ধরে ঝাড়খণ্ডের চান্ডিল ও বালিডি সংলগ্ন জঙ্গল দাপিয়ে বেড়িয়েছে ওই বাঘ। আর জঙ্গল থেকে উদ্ধার হয়েছে একের পর এক গবাদি পশুর রক্তাক্ত দেহ। বাঘের গতিবিধি জানতে বন দফতরের পক্ষ থেকে ওই এলাকায় বসানো হয়েছিল ট্রাপ ক্যামেরা। এলাকায় জারি হয়েছিল সতর্কতা। এবার এই এলাকা ছেড়ে বাঘ আশ্রয় নিয়েছে ঝাড়খণ্ডের দলমা পাহাড়ে। এবার কী হবে?

আরও পড়ুন: Maha Kumbh Mela 2025: গঙ্গা-যমুনা-সরস্বতীর মিলনস্থলেই এবার মহাকুম্ভ! কবে শুরু? কবে শেষ? জেনে নিন মেলার সমস্ত খুঁটিনাটি…

সদ্য জিনাতের তাণ্ডব দেখে বাঘ-আতঙ্ককের কথা ভুলতে পারেননি বান্দোয়ান, মানবাজারের বাসিন্দারা। ঝাড়খণ্ডের সরাইকেলা-খরসোঁওয়া বনবিভাগের চান্ডিল রেঞ্জ ও খুঁটি বনবিভাগের তামাড় রেঞ্জ সীমানায় প্রায় ১০-১৫ কিমি ব্যাসার্ধ জুড়ে বাঘের পায়ের ছাপ মিলেছে কদিন ধরেই। তার পরই ওই জঙ্গল-লাগোয়া এলাকায় জারি করা হয়েছে ১৮৯(৪) ধারা। বসানো হয়েছে একাধিক ট্র্যাপ ক্যামেরা। এলাকায় রাত-দিন চলছে মাইকিং ও প্রচার। এলাকাবাসীদের জঙ্গলে যেতে নিষেধ করা হয়েছে। সরাইকেলা-খরসোঁওয়ার চান্ডিল বনাঞ্চলে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ঝাড়খণ্ড বনবিভাগের অনুমান, বাঘ এসেছে পালামৌ থেকে!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *