জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বড় মাথা যুক্ত থাকতে পারে বলে স্বামী খুনের পর সন্দেহ প্রকাশ করেছিলেন তৃণমূল নেতার স্ত্রী। সেই আশঙ্কাই সত্যি হল? মালদহে তৃণমূল নেতা খুনে গ্রেফতার তৃণমূলেরই শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। ধৃত স্বপন শর্মা নামে আরও এক ব্যক্তি। পুলিসের দাবি, খুনে সুপারি দেওয়া হয়েছিল পঞ্চাশ লক্ষ টাকা। গত ২ জানুয়ারি মালদহের ইংরেজবাজারের ঝলঝলিয়া এলাকায় নিজের কারখানার কাছে খুন হন তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রাণ বাঁচাতে কারখানায় ঢুকে পড়েন দুলাল। কিন্তু দুষ্কৃতীরা তাঁকে এলোপাথাড়ি গুলি চালিয়ে খুন করে। ওই কাণ্ডে ইতিমধ্যেই কয়েক জনকে গ্রেফতার করেছে পুলিস। তাদের জেরা করে পাওয়া সূত্র থেকে এ বার মালদহ টাউনের তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেফতার করল পুলিস। গ্রেফতার স্বপন শর্মা নামে আরও এক জন।
খুনের পিছনে যে বড় কোনও মাথা থাকতে পারে সেই সন্দেহ হত্যাকাণ্ডের পর পরই প্রকাশ করেন দুলালের স্ত্রী চৈতালি ঘোষ সরকার। এর পিছনে রাজনৈতিক হিংসা থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি। নরেন্দ্রনাথ ও স্বপনের গ্রেফতারের পর নতুন সন্দেহের কথা জানিয়েছেন চৈতালি। বুধবার আদালতে নরেন্দ্রনাথ ও স্বপনের জামিনের আবেদন করেন তাদের আইনজীবীরা।
কিন্তু সেই আবেদন নামঞ্জুর করে দেন বিচারক। কারণ, সরকারি আইনজীবীরা আদালতকে জানান, টাকার লেনদেন, ফোন কল রেকর্ডিং খতিয়ে দেখে গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে। আদালতে সরকারি আইনজীবী জানান, এটা রাজনৈতিক খুন। এর পর নরেন্দ্রনাথ ও স্বপনকে তিন দিনের পুলিস হেফাজতে পাঠানো হয়েছে। পুলিস জানিয়েছে, খুনের কারণ নিয়ে এখনও ধোঁয়াসা রয়েছে। জেরা চালানো হচ্ছে অভিযুক্তদের।
আরও পড়ুন, Malbazar: নুনের মধ্যে মিশিয়ে দেওয়া হয় নেশার জিনিস, রাত নামতেই মূল্যবান সবকিছু সাফ করল চোর
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)