Sara Sengupta: সলমানের হাত ধরে বলিউডে ডেবিউ সারার, যীশু-নীলাঞ্জনার বিচ্ছেদের মাঝেই সুখবর কন্যার…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘উমা’ ছবি দিয়ে হাতেখড়ি হয়েছিল যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনার (Nilanjana) মেয়ে সারার সেনগুপ্তর  (Sara Sengupta)। ছবিতেও তিনি যীশু সেনগুপ্তর (Jisshu U Sengupta) কন্যা হিসাবেই অভিনয় করেছিলেন। তারপর বেশ কিছুদিন আর কোনও ছবিতেই দেখা যায়নি তাঁকে। কিছুমাস আগে ব়্যাম্পে নজর কেড়েছিলেন সারা। এবার কেরিয়ারে বড়সড় ব্রেক আসতে চলেছে সারার, এমনটাই খবর। 

আরও পড়ুন- Aparna Sen: নারীসুরক্ষার ইস্যুতে মুখ্যমন্ত্রীকে চিঠি! ‘আমাদের উদ্দেশ্য কারোর পদত্যাগ নয়’, বললেন অপর্ণা…

বিগত কয়েক মাস ধরে শুধুমাত্র ব্যক্তিগত টানাপোড়েন নিয়ে সংবাদ শিরোনামে রয়েছেন যীশু এবং নীলাঞ্জনা। টলিপাড়ার বহুল চর্চিত জুটির জীবনে ঝড় সোশ্যাল মিডিয়ায়। যীশু নীলাঞ্জনার বিয়ে ভাঙার গুঞ্জনের মাঝেই তাঁদের জীবনে এল বড় সুখবর। আর তা এল বড় মেয়ে সারা সেনগুপ্তরহাত ধরে। 

বলিউড ডেবিউ করতে চলেছেন সারা সেনগুপ্ত । এখানেই শেষ নয়, সেই ডেবিউ হতে চলেছে সলমান খানের হাত ধরে। সলমন খানের প্রযোজনা সংস্থা থেকে লঞ্চ করা হতে চলেছে সারাকে। কোন ছবি, কোন নায়ক সেসব বিষয়ে তথ্য পাওয়া না গেলেও খবর সত্যি হলে তা যে সারার কেরিয়ারে বড় মোড় নিয়ে আসবে তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন- Ritabhari Chakraborty Wedding: বিয়ের পিঁড়িতে ঋতাভরী! কবে, কোথায় বসছে বিয়ের আসর?

সৃজিতের পরিচালনায় প্রথম ছবিতেই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন সারা। তখন অবশ্য অনেকটাই ছোট ছিলেন তিনি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও পরিণত হয়েছেন যীশু নীলাঞ্জনা কন্যা। বর্তমানে মডেলিং কেরিয়ার নিয়ে ব্যস্ত সারা।  নামীদামী ব্র্যান্ডের হয়ে ব়্যাম্প ওয়াকের পাশাপাশি আন্তর্জাতিক ফ্যাশনের মঞ্চেও ডেবিউ করেছেন সারা। তাঁর সরল অথচ নজরকাড়া সৌন্দর্য, ফ্যাশন সেন্স, স্টাইল তাঁকে এই বয়সেই বেশ জনপ্রিয় করে তুলেছে নেট মাধ্যমে। এবার লক্ষ্য বলিউড। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *