অয়ন ঘোষাল: বিদায়ের আগে জোরালো কামড় শীতের। শনিবার চলতি শীতের মরশুমের শীতলতম দিন। গতরাতে কলকাতার তাপমাত্রা ১২.৬ ডিগ্রি। ১৮ ডিসেম্বর ২০২৪ পারদ নেমেছিল ১২.৮ ডিগ্রিতে। শুক্রবার রাতে তার থেকেও নিচে নামল পারদ। পশ্চিমাঞ্চলের কিছু জেলায় পারদ ৬ বা ৭ এর ঘরে। জমিয়ে শীতের পরশ উত্তরেও। পশ্চিমী ঝঞ্ঝার বাধায় ফের তাল কাটবে শীতের। বাড়বে তাপমাত্রা।
আরও পড়ুন, Road Accident: অ্যাম্বুলেন্স-লরির ভয়ংকর সংঘর্ষ! মুখোমুখি ধাক্কায় গুরুতর আহত একাধিক…
সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং জেলায়। তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ের উত্তরের উঁচু পার্বত্য এলাকায়। পৌষ সংক্রান্তির আগেই উত্তর-পশ্চিম ভারতে হাজির পশ্চিমী ঝঞ্ঝা। পৌষ সংক্রান্তির শীতে বাধা হতে পারে এই ঝঞ্ঝা। কিছুটা উষ্ণ সংক্রান্তি। ৩ টি ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায়। এছাড়াও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ পূর্ব আরব সাগরের কেরল উপকূল সংলগ্ন এলাকায় রয়েছে আরও দুটি ঘূর্ণাবর্ত। শুক্রবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর পশ্চিম ভারতে। জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে।
দক্ষিণবঙ্গে রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন। মঙ্গলবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে দিনে এবং রাতে। পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আজ শনিবার কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও নেই।
উত্তরবঙ্গ শনিবারে ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমবে তরাই এবং ডুয়ার্সের কিছু জেলায়। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে কুয়াশার দাপট। উত্তরবঙ্গের অন্য জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। সোমবার বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা দার্জিলিঙে। বৃষ্টি হবে কালিম্পং-এর পার্বত্য এলাকাতেও। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সোমবার হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়।
কলকাতায় চলতি মরশুমের শীতলতম রাত শুক্রবার। পারদ ১২ ডিগ্রি ঘরে। মূলত পরিষ্কার আকাশ। দিন ও রাতের তাপমাত্রা আগামী ৭২ ঘণ্টায় ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধির ইঙ্গিত। রবিবার থেকে হাওয়া বদল। আগামী সপ্তাহের শুরুতেই সামান্য বাড়তে পারে উষ্ণতা। তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে।কলকাতার তাপমান রাতের তাপমাত্রা ১৩.২ থেকে কমে ১২.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২২.৩ থেকে সামান্য কমে ২২.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫০ থেকে ৯৬ শতাংশ।
আরও পড়ুন, Government Buses Reduce: উত্তরবঙ্গে সরকারি বাস কমেছে ২৩৫টি! চরম বিপাকে নিত্যযাত্রীরা…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)