খড়গপুর আইআইটিতে ‘থ্রেট কালচারে’র বলি ছাত্র? ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য! post mortem report of dead student in IIT kharagpur


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খড়গপুর আইআইটিতে ফের এক ছাত্রের রহস্যমৃত্যু।  ময়নাতদন্তে প্রাথমিক রিপোর্টে আত্মহত্যার ইঙ্গিত মিলেছে। কী কারণে আত্মহত্যা? ব্যক্তিগত কারণ নাকি হুমকি? খতিয়ে দেখছে পুলিস। বাজেয়াপ্ত করা হয়েছে মৃতের ফোন। এমনকী, শনিবার রাতে কী খেয়েছিলেন, সেই নমুনা পাঠানো হয়েছে ফরেনসিকে। সূত্রের খবর তেমনই।

আরও পড়ুন:  Kasba Incident: বিমানবন্দরে নামতেই পাকড়াও! কসবা গুলিকাণ্ডে পুলিসের জালে অন্যতম মূল চক্রী!

পুলিস সূত্রে খবর, মৃতের নাম শাওন মালিক। বাড়ি কলকাতার কসবার রাজডাঙা এলাকায়। খড়গপুর আইআইটিতে  ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি। হস্টেলে একাই থাকতেন। শনিবার রাত ১১টা থেকে ফোন বেশি কিছুক্ষণ মায়ের সঙ্গে কথা বলেন তিনি। কিন্তু তারপর আর যোগাযোগ করা যায়নি।

এদিকে প্রতি রবিবার খড়গপুরে ছেলের সঙ্গে দেখা করতে যেতেন শাওনের বাবা-মা। আজ, রবিবারও গিয়েছিলেন তাঁরা। হস্টেলে পৌঁছে  দেখেন, ছেলের ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করেও কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। শেষে হস্টেল কর্মী ও শাওনের সহপাঠীদের মিলে ঘরের দরজা ভাঙেন, তখনই শাওনের ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। এরপর খবর দেওয়া হয় থানায়।  

এর আগে, ২০২২ সালে খড়গপুর আইআইটিকে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল অসমের এক পড়ুয়ার। ওই বছর ১৪ অক্টোবর ফাইজান আহমেদ নামে এক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয়। বাবার দাবি,  ছেলেকে খুন করা হয়েছে। মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন:  Swami Vivekananda Birthday| Abhishek Banerjee:’আজও আমাদের মধ্যে রয়েছেন’, জন্মদিবসে সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতে অভিষেক..

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *