ই গোপী: খড়গপুর আইআইটিতে ফের এক ছাত্রের রহস্যমৃত্যু। রবিবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে হস্টেলে নিজের ঘর থেকে। মৃত্যুর কারণ নিয়ে স্পষ্ট ভাবে এখনও কিছুই জানা যায়নি। খুন না কি আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিস। দেহ ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন-মেদিনীপুর মেডিক্যালে স্যালাইন কাণ্ডে অসুস্থ ৩ প্রসূতিকে আনা হচ্ছে কলকাতায়!
মৃত ওই ছাত্রের নাম শাওন মালিক(২২)। বাড়ি কলকাতার কসবায়। তৃতীয় বর্ষ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন। মর্মান্তিক বিষয় হল রবিবার মা-বাবা ছেলের সঙ্গে দেখা করতে আসেন। তারাই প্রথম ছেলেকে দেখতে পান। ঘটনার তদন্ত শুরু করেছে খড়গপুর টাউন থানার পুলিস। অন্যদিকে এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পশ্চিম মেদিনীপুর জেলা পুলিস সুপার ধৃতিমান সরকার।
সূত্রের খবর, রবিবার সকালে ছেলেকে দেখতে হস্টেলে পৌঁছে যান শাওনের বাবা। হস্টেলে গিয়ে দেখেন সাওনের ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরও কোনও সাড়া পাওয়া যায়নি। হস্টেল কর্মী ও সহপাঠীদের চেষ্টায় দরজা খুলতেই দেখা যায় সাওনের ঝুলন্ত দেহ। খবর যায় পুলিসে। চলে আসে স্নিফার ডগ ও পুলিসের বিশাল বাহিনী।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)