জঙ্গল থেকে দুর্গন্ধ আসছিল, খোঁজ করতেই বেরিয়ে এল পূর্ণবয়স্ক বাইসনের মৃতদেহ| Baison found dead at Banarhat in Jalpaiguri


প্রদ্যুত্ দাস: গাড়ির ধাক্কায় মৃত্যু হল পূর্ণবয়স্ক এক পুরুষ বাইসনের। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি বানারহাট থানার অন্তর্গত রেড ব্যাংক এবং ডায়না চা বাগানের মাঝামাঝি এলাকায়। ঘটনাস্থলে বনদফতর ও পরিবেশ প্রেমী সংগঠনের কর্মীরা।

আরও পড়ুন-চিন্ময়কৃষ্ণের জামিনের আবেদন এবার বাংলাদেশ হাইকোর্টে, সোমবার শুনানির আশায় আইনজীবীরা

এলাকাবাসী এবং পথ চলতি মানুষরা রাস্তা দিয়ে যাতায়াত করার সময় রাস্তার ধারে জঙ্গল থেকে দুর্গন্ধ পান। এরপর এলাকাবাসীরা ওই জঙ্গলে খুঁজতে শুরু করে। তখনই ওই জঙ্গলের মাঝে একটি ফাঁকা জায়গায় একটি পূর্ণবয়স্ক পুরুষ বাইসনকে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়।  মৃত বাইসনকে দেখতে পেয়ে তৎক্ষণাৎ খবর দেন বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফের বনকর্মীদের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফের বনকর্মীরা।

বনকর্মীদের অনুমান। সন্ধ্যা হলেই ঘন কুয়াশায় ঢাকা থাকে রাস্তাঘাট। আর সেই সময় এই পূর্ণবয়স্ক বাইসনটি হয়তো রাস্তা পারাপার হচ্ছিল। তাতেই এই বিপত্তি। যদিও এখনো পর্যন্ত পরিষ্কার বলা যাচ্ছে না আসল ঘটনা কী। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলেই বোঝা যাবে এই মৃত্যুর আসল কারণ। পরিবেশপ্রেমী সংগঠনের কর্মীদের বক্তব্য দ্রুত গতিতে গাড়ি চলাচল করে এই রাস্তা দিয়ে হয়তো গাড়ির দুর্ঘটনায় মৃত্যু হতে পারে। গাড়ির গতি কম করে চলাচলের আবেদন জানিয়েছেন তাঁরা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *