VIRAL VIDEO | Nitish Kumar Reddy: হাঁটু মুড়ে ৩৫০০ সিঁড়ি চড়ে ভক্তির সাগরে ডুব… ভারতীয় তারকার তিরুপতি দর্শন ভাইরাল


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অজিভূমে চরম লজ্জা জুড়েছে ভারতীয় দলের! ১০ বছর পর বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া হয়েছে ভারতের! অস্ট্রেলিয়া ৩-২ বিজিটি ২০২৪-২৫ জিতে নিয়েছে। যার অর্থ এক দশক টিম ইন্ডিয়ার দখলে থাকার পর অস্ট্রেলিয়ায় ফিরছে ট্রফি। এই প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ভারতকে ছাড়া। ভারতীয় দলের ব্যাটিং ব্যর্থতার মাঝেও নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) নিজের ছাপ রেখেছিলেন। জীবনের প্রথম অস্ট্রেলিয়া সফরে বিশাখাপত্তনমের একুশ বছরের ক্রিকেটার পাঁচ ম্যাচে ৩৭.২৫ গড়ে ২৯৮ রান।

আরও পড়ুন:  রোহিত যাচ্ছেন পাকিস্তান! চিরশত্রুদের ঘাঁটিতে কেন ভারত অধিনায়ক? এক আপডেটেই সুনামি…

ফের খবরের শিরোনামে নীতীশ, তবে ক্রিকেটের কারণে নয়। ঈশ্বর ভক্তি ও কৃতজ্ঞতার এক বিস্ময়কর প্রদর্শনীতে তাঁর কীর্তি এখন ভাইরাল। তিরুপতি দর্শনে তিনি তিরুমালা মন্দিরের ৩৫০০ সিঁড়ি চড়লেন হাঁটু মুড়ে। যা দেখে নেটপাড়া থ হয়ে গিয়েছে! আলিপিরি থেকে তিরুমালা পর্যন্ত প্রাচীন পদযাত্রা কেবল শারীরিক যাত্রা নয় বরং ভক্তদের কাছে তা আধ্যাত্মিক তীর্থযাত্রা। এটি প্রায় ১২ কিলোমিটার বিস্তৃত পথ। হাঁটু মুড়ে সিঁড়ি চড়ে নীতিশ, ঈশ্বরের প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতাই জানালেন, বিশেষ করে তাঁর ক্রিকেট কেরিয়ারে ব্যক্তিগত মাইলফলক অর্জনের পর। নীতীশ নিজেই তাঁর ইনস্টাগ্রামে এই ভিডিয়ো শেয়ার করেছেন।

গত ১১ জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল বেছে নিয়েছে অজিত আগরকরের জাতীয় নির্বাচক কমিটি। ২২ জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে সিরিজের শুভারম্ভ। শেষ ২ ফেব্রুয়ারি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেই দলে সুযোগ পেয়েছেন নীতীশ। অস্ট্রেলিয়ায় মোহিত করেই পেলেন নির্বাচকদের থেকে পুরস্কার। ভারতের হয়ে টি-টোয়েন্টি ও টেস্ট অভিষেক হলেও ওডিআই দলে এখনও সুযোগ হয়নি নীতীশের। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হবে। দেখা যাক সেখানেও নীতীশ ঢুকে পড়েন কিনা! গত বছরের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ছাপ রেখেছিলেন নীতীশ। তাঁকে ৬ কোটি টাকায় ধরে রেখেছে কাব্য় মারানের দল।

আরও পড়ুন: ২ বছর বয়সে বামনত্ব! কুস্তি ছেড়ে জ্যাভলিন, ‘সোনার’ ছেলে নবদীপ শোনালেন জীবনের গল্প

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *