বিপরীত ঘূর্ণাবর্ত? কিন্তু ফিরছে কড়া শীত, তাপমাত্রা অনেকটা নামবে! কত?। temperature will drop in fews days winter spell will come back fog cold wave Bengal Winter Update


অয়ন ঘোষাল: এসে গেল বৃহস্পতিবারের বিকেলের আবহাওয়ার খবর। পূর্বাঞ্চলীয় আবহাওয়ার অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়ে দিলেন কেমন থাকবে আগামী কাল ও তার পরের কয়েক দিনের আবহাওয়া।

কী বললেন তিনি? 

আরও পড়ুন: New Antibiotic from India | Zaynich: চিকিৎসা করাতে গিয়ে হাসপাতাল থেকে নতুন সব সংক্রমণ নিয়ে ঘরে ফেরার দিন শেষ! এসে গেল মুশকিল আসান…

তিনি জানালেন, মধ্য ভারতে একটি বিপরীত ঘূর্ণাবর্ত দেখা দিয়েছে। যার জেরে ১৮ জানুয়ারি শনিবার থেকে উত্তুরে হওয়ার প্রভাব বেশি করে অনুভূত হবে বাংলায়। কমবে তাপমাত্রা। পরবর্তী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় নীচে থাকারই পূর্বাভাস।

তার মানে কি নতুন করে ঠান্ডা পড়বে বাংলায়?

পূর্বাভাস অন্তত তেমনই। জানা গিয়েছে, আগামী ৭ দিন গোটা বাংলায় শুষ্ক থাকবে আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। অর্থাৎ, মাঘে শীত ফেরার উজ্জ্বল সম্ভবনা। শীতের এই স্পেলে অন্তত দুই-এক দিন কলকাতার পারদ ফের ১৩ ডিগ্রির ঘরে নামার সম্ভবনা আছে। বাকি দিনগুলির ক্ষেত্রে এই সময়ের স্বাভাবিক তাপমাত্রা ১৫ ডিগ্রি বা তার সামান্য নীচেই থাকতে চলছে রাতের পারদ। 

আরও জানা গিয়েছে, উত্তুরে হাওয়ার গতিপথ আপাতত অবাধ হওয়ায় দিনের তাপমাত্রাও খুব একটা বেড়ে যাওয়ার আশঙ্কা নেই। অতএব, আগামী বৃহস্পতি-শুক্রবার পর্যন্ত শীতের আমেজ বহাল থাকবে দুই বঙ্গেই।

আরও পড়ুন: 8th Pay Commission: আসছে অষ্টম পে কমিশন! বিপুল বেতন হবে সরকারি কর্মচারীদের, পেনশনেও অকল্পনীয় বৃদ্ধি…

বৃহস্পতিবার সকালের পূর্বাভাসেও বলা হয়েছিল, পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে কনকনে ঠান্ডা উত্তুরে হাওয়ার হাত ধরে রাজ্যে ফিরেছে শীতের আমেজ। ১৫ থেকে ১৪ ডিগ্রির ঘরে নেমেছে কলকাতার পারদ। শনিবারের মধ্যে আরও পারদ পতনের পূর্বাভাস দেওয়া হয়েছিল। শীতের লাস্ট ইনিংসে একদিনের জন্য কলকাতার পারদ ১৩ ডিগ্রির ঘরে নামার সামান্য সম্ভাবনার কথাও বলা হয়েছিল। খুব বেশি জাঁকিয়ে না হলেও শনি থেকে মঙ্গলবার শীতের আমেজ ফিরবে রাজ্যে– বলা হয়েছিল এমনই। সেই তত্ত্বই আরও জোরদার হল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *