ভয় দেখিয়ে নিজের নাবালিকা মেয়েকে দিনের পর দিন ধর্ষণ! ‘বর্বর’ বাবাকে…| father has been accused of physically assaulted the minor day after day after threatening her courts orders lifetime jail


কিরণ মান্না: ভয় দেখিয়ে নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে গুণধর বাবার। অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিল কাঁথির বিশেষ পক্সো আদালত। বুধবার কাঁথির বিশেষ পক্সো আদালতের বিচারক অজয়রেন্দ্রনাথ ভট্টাচার্য এই রায় দেন। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও দু বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। এছাড়া নির্যাতিতাকে চার লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে। 

জানা গিয়েছে, রামনগর থানার উত্তর তেতুলিয়া গ্রামের অধিবাসী এক দম্পতি ইটভাটায় কাজ করতেন। বাড়িতে বৃদ্ধ দাদু, দিদিমার কাছে থাকত ওই দম্পতির ১৪ বছরের মেয়ে ও এক অল্প বয়স্ক ছেলে। বাবা সন্ধ্যার দিকে ছেলে-মেয়ের খোঁজ নেওয়ার জন্য বাড়িতে আসত ও নিজের নাবালিকা মেয়েকে ভয় দেখিয়ে ধর্ষণ করত। মেয়েটি প্রথমদিকে কিছু না বললেও পরে তাঁর মাকে সবকিছু জানায়। মা প্রতিবাদ করায় ওই ব্যক্তি দুই সন্তান-সহ স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।তারপরই মা রামনগর থানায় অভিযোগ দায়ের করেন গুণধর স্বামীর বিরুদ্ধে। 

আরও পড়ুন:Partha Chatterjee | Arpita Mukherjee: চোখে-চোখে কথা, ঠোঁটে আঙুল! এবার পাশাপাশি কথাও হল পার্থ-অর্পিতার…

অভিযোগের ভিত্তিতে রামনগর থানার পুলিস নড়ে চড়ে বসে। পক্সো আইনে মামলা রুজু করে ওই বর্বর ব্যক্তির বিরুদ্ধে এবং গ্রেফতার করে। আদালতে ওই আসামি বারবার জামিনের আবেদন করলেও তা নাকচ হয়। পুলিস এর মধ্যে আদালতে চার্জশিট জমা করে দেয় ফলে বিচার শুরু হয়ে যায়। কাঁথি পক্সো আদালতের বিচারক অজেন্দ্রনাথ ভট্টাচার্য মামলার অভিযোগকারিনীর নির্যাতিতা নাবালিকার গোপন জবানবন্দী গ্রহণ ও মেডিক্যাল পর্যবেক্ষণ-সহ আটজনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে গত ১৩ জানুয়ারি ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেন। 

১৫ জানুয়ারি বিচারক সাজা ঘোষণা করেন।মামলার সরকারী আইনজীবী আনন্দ দাস বলেন, বারবার ভয় দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করেছিল। অভিযুক্ত বিচারক দোষী বাবাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। পক্সো মামলায় এটাই সর্বোচ্চ সাজা পূর্ব মেদিনীপুরের কাঁথি আদালতের।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *