জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিনোদন দুনিয়ায় দুঃসংবাদ। গতকাল রাতেই ছুরিকাহত হয়ে হাসপাতালে সইফ আলি খান। আপাতত তিনি স্থিতিশীল। এরই মাঝে বিনোদুনিয়া হারাল এক জনপ্রিয় অভিনেতাকে। বুধবার সকালেই প্রয়াত হয়েছেন অভিনেতা সুদীপ পান্ডে। ভোজপুরি ছবির জনপ্রিয় তারকা সুদীপ। পরিবারের ঘনিষ্ঠ সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে এই অভিনেতার মৃত্যু হয়েছে।
সুদীপ পান্ডের মৃত্যু
বুধবার সকাল ১১টায় মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুদীপ। জানা যায় যে, ৩০ বছর বয়সী এই অভিনেতা দীর্ঘদিন ধরে ভোজপুরি চলচ্চিত্র জগতে অভিনেতা এবং প্রযোজক হিসেবে সক্রিয় ছিলেন। আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর আকস্মিক মৃত্যুতে তাঁর প্রিয়জন এবং ভক্তরা শোকাহত। সোশ্যাল মিডিয়ায় একজন ভক্ত লিখেছেন, ‘আত্মার শান্তি কামনা করি’। “খুব তাড়াতাড়ি চলে গেলেন,” লিখেছেন আরেকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। সুদীপের মৃত্যু সম্পর্কে পরিবারের তরফে এখনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি।
সুদীপ পান্ডের কেরিয়ার
সুদীপ ২০০৭ সালে ভোজপুরি ছবি “ভোজপুরিয়া ভাইয়া” দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু করেন। অ্যাকশন তারকা জনপ্রিয়তা পান। হার্টথ্রব হিসেবে খ্যাতি অর্জন করেন সুদীপ। অনেক ভোজপুরি ছবিতে কাজ করেন অভিনেতা, তারমধ্যে উল্লেখযোগ্য প্যায়ার মে, বলওয়া এবং ধরতি। ২০১৯ সালে, তাঁকে ভিক্টরের হিন্দি ছবি “ভি”-তে দেখা গিয়েছিল। তিনি সম্প্রতি “পারো পাটনা ওয়ালি”-এর দ্বিতীয় অংশের শুটিং শুরু করেছিলেন। এরই মাঝে দুঃসংবাদ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)