মাঘ পড়তে-না-পড়তেই বাঘের গায়ে শীত? হু হু করে নামছে পারদ! কড়া শীত, হাড়কাঁপানো হাওয়া আর তুষারপাতে…। biting cold in coming days temperature drops down dense fog cold wind with splash of rain thunderstorm last spell of winter


অয়ন ঘোষাল: এসে গেল শুক্রবারের সকালের আবহাওয়ার খবর। পূর্বাঞ্চলীয় আবহাওয়ার অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়ে দিলেন কেমন থাকবে আজ, শুক্রবার, আগামীকাল শনিবার ও তার পরের কয়েক দিনের আবহাওয়া। কী বললেন তিনি? দেখে নেওয়া যাক।

আরও পড়ুন: 8th Pay Commission: আসছে অষ্টম পে কমিশন! বিপুল বেতন হবে সরকারি কর্মচারীদের, পেনশনেও অকল্পনীয় বৃদ্ধি…

রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা কমল। শনিবার আরও পারদ পতনের ইঙ্গিত। শীতের আমেজ আগামী শুক্রবার পর্যন্ত। শুষ্ক আবহাওয়া বঙ্গে। বৃষ্টির কোনো আশঙ্কা নেই। উত্তরের একাধিক জেলায় ঘন কুয়াশার চাদর। হালকা থেকে মাঝারি কুয়াশা দক্ষিণের কিছু জেলাতেও।

মধ্য ভারতে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। মধ্যপ্রদেশ ও ছত্তীসগঢ়ের উপর তৈরি হয়েছে এই বিপরীত ঘূর্ণাবর্ত। এর  জেরে ১৮ জানুয়ারি শনিবার থেকে উত্তুরে হওয়ার প্রভাব বেশি করে অনুভূত হবে বাংলায়। কিছুটা কমবে তাপমাত্রা। পরবর্তী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় নীচে থাকার পূর্বাভাস। আগামী ৭ দিন গোটা বাংলায় শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। অর্থাৎ, মাঘে শীত ফেরার উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে। শীতের এই স্পেলে অন্তত দুই এক দিন কলকাতার পারদ ফের ১৩ ডিগ্রির ঘরে নামার সম্ভাবনা আছে। বাকি দিনগুলির ক্ষেত্রে রাতের পারদ এই সময়ের স্বাভাবিক তাপমাত্রা ১৫ ডিগ্রি বা তার সামান্য নীচেই থাকতে চলছে। উত্তুরে হাওয়ার গতিপথ আপাতত অবাধ হওয়ায় দিনের তাপমাত্রাও খুব একটা বেড়ে যাওয়ার আশঙ্কা নেই।

অতএব আগামী বৃহস্পতি-শুক্রবার পর্যন্ত শীতের আমেজই বহাল থাকবে দুই বঙ্গে। জাঁকিয়ে না হলেও টানা শীতের আমেজ আগামী সপ্তাহের প্রায় পুরোটাই। তারপর ধাপে ধাপে সামান্য করে পারদ উত্থান। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের পর সম্পূর্ণ উধাও হবে রাতে এবং ভোরে শীতের আমেজ। 

দক্ষিণবঙ্গে

সব জেলায় আজ, শুক্রবার রাতের পর সামান্য করে পারদ পতন। প্রায় সব জেলাতেই সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা।  কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে। কলকাতা-সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও নেই। শনিবার আরও সামান্য পারদ পতনের ইঙ্গিত গোটা দক্ষিণবঙ্গেই। 

উত্তরবঙ্গে

উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা। দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুরে জেলায় ঘন কুয়াশার দাপট। বেশিরভাগ জেলাতেই দৃশ্যমানতা ২০০ মিটারে নীচে থাকবে। উত্তরবঙ্গে শীতের আমেজ বহাল। আজ শুক্রবার রাতে সেই আমেজ আরো সামান্য বাড়তে পারে। 

কলকাতায়

পরিষ্কার আকাশ। সারাদিন কনকনে ঠাণ্ডা উত্তুরে হাওয়ার অবাধ প্রবাহ। ফলে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের পারদ আজ সামান্য নামার ইঙ্গিত। সেই পারদ আপাতত বহাল থাকবে। শনিবার সামান্য কমতে পারে পারদ।

কলকাতার তাপমান

রাতের তাপমাত্রা ১৪.৮ থেকে সামান্য বেড়ে ১৫.৫ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.২ থেকে কমে ২৪.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৯ থেকে ৯৬ শতাংশ। 

আরও পড়ুন: Maha Kumbh 2025: বিশ্বনাথকে রক্ষা করতে বারাণসীতে আওরঙ্গজেবের সঙ্গে লড়েছিলেন ৪০০০০ নাগা সন্ন্যাসী? আর এই মহাকুম্ভে ১২০০০…

ভিনরাজ্যে

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি উত্তর-পশ্চিমের সমতলে। বজবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লি এবং উত্তরপ্রদেশে। কেরল ও মাহেতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর লাদাখ মোজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশে। অতি ঘন কুয়াশার চাদরের মোড়া থাকবে উত্তরপ্রদেশের বেশিরভাগ এলাকা। ঘন কুয়াশায় ঢাকা থাকবে হিমাচল প্রদেশ পাঞ্জাব আসাম মেঘালয় মনিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা। বৃষ্টির আশঙ্কা রাজধানী দিল্লি-সহ পাঞ্জাব চন্ডীগড় হরিয়ানা এবং রাজস্থানে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে তামিলনাড়ু পন্ডিচেরি করাইকাল কেরল এবং মাহেতে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *