Saif Ali Khan Stabbed: সইফকাণ্ডে পুলিসের জালে ভুল সন্দেহভাজন! এখনও ফেরার মূল অভিযুক্ত…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মধ্যরাতে এক্কেবারে বেডরুমে ঢুকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়েছে এক দুষ্কৃতী। ছয় কোপে মুহূর্তে রক্তে ভাসতে থাকেন সইফ। সেই ঘটনার একদিনের মাথায় ধরা পড়ে এক সন্দেহভাজন। মুম্বই পুলিস আটক করে তাঁকে। প্রাথমিক অনুমান, তাঁকেই নাকি সইফের বাড়ির সিসিটিভিতে দেখা গিয়েছে। বান্দ্রা রেলওয়ে স্টেশনে তল্লাশির সময়েই তাঁর খোঁজ পায় পুলিস। সন্দেহজনক অবস্থায় সেখানে ঘুরছিলেন বলে জানা গিয়েছিল। সেই গতিবিধি নজরে আসে পুলিসের। তারপরেই আটক করা হয় ওই ব্যক্তিকে। তবে এই ঘটনায় এল নয়া মোড়। যাকে বান্দ্রা স্টেশন থেকে আটক করা হয়েছিল আসলে তিনি সইফের বাড়ির হামলাকারী নয়। সেটি স্পষ্ট করল পুলিস। 

আরও পড়ুন: ‘আমার ডানা কেটে দিয়েছে বলে উড়তে পারিনি’, কলকাতায় না আসার কষ্টে কাঁদছেন পরী!

সইফ থাকেন বান্দ্রার একটি বিলাসবহুল বহুতলের ১২ তলায়। সেখানে, বুধবার রাতে হামলা চালায় দুষ্কৃতীরা। নিরাপত্তার ব্যবস্থার মধ্যে কীভাবে তারা বাড়ির ভিতরে প্রবেশ করতে সক্ষম হলো, তা জানতে মুম্বই পুলিস তদন্ত শুরু করে।  তদন্তে নেমেই পুলিস সইফ আলি খানের বিলাসবহুল ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ উদ্ধার করে। এলাকারও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। 

তদন্তে জানা যায়, আততায়ী সইফের ঘরে নয়, তাঁর ছোট ছেলে জেহ-র ঘরে ঢুকছিল। সেই সময় পরিচারিকা দেখে ফেলেন। চিৎকার করতেই তাঁকে ইশারা চুপ করতে বলে হামলাকারী। এমনকী ১ কোটি টাকার দাবি করে। পরিচারিকা তাঁকে বাধা দিলে সে ছুরির কোপ মারে। চিৎকার শুনে বেরিয়ে আসেন সইফ। হামলাকারীকে বাধা দিলে, সইফের উপরে ঝাঁপিয়ে পড়ে। এলোপাথাড়ি কোপ মারে। 

আরও পড়ুন: বরাত জোরে বাঁচলেন সইফ, ‘ছুরিটা আর একটু গভীরে গেলেই…!’

ইতিমধ্যেই একটি পুলিসের দল গঠন করা হয়েছে। পাশাপাশি ঘটনার দিনই এনকাউন্টার স্পেশালিষ্ট দয়া নায়েক তাঁকেও ঘটনাস্থলে দেখা যায়। অর্থাৎ জোরকদমে এখনও তল্লাশি চলছে। অনেকেই ভেবেছিলেন, মুল অভিযুক্ত ধরা পড়েছেন পুলিসের জালে। কিন্তু না, সইফের বাড়িতে হামলা চালানো ওই দুষ্কৃতী এখনও অধরা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *