জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিবারই আর জি কর মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুন-কাণ্ডে দোষী সাব্যস্ত করা হয়েছে ধৃত সিভিক ভল্যান্টিয়ার সঞ্জয় রায়কে। ওই ঘটনায় একমাত্র সঞ্জয় রায়কেই দোষী সাব্য়স্ত করেছে আদালত। আগামিকাল অর্থাত্ সোমবার সঞ্জয়ের সাজা ঘোষণা করবে শিয়ালদহ আদালত। নির্যাতিতার পরিবার ও বিভিন্ন মহল বারে বারে দাবি করে আসছে সঞ্জয়ের ফাঁসি চাই। কিন্তু আদালত চলবে তার নিজের নিয়মে। তাই দেখার আগামিকাল আদালত তার রায়ে সঞ্জয়ের ফাঁসি নাকি যাবজ্জীবনের সাজা শোনায়।
আরও পড়ুন-আখাড়া থেকে বহিষ্কৃত মহাকুম্ভে ভাইরাল আইআইটি বাবা, কেন?
খাস কলকাতায় সরকারি হাসপাতালে চিকিত্সককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ। বিচারপর্ব শুরু হওয়ার ৫৯ দিনের মাথায় ডিজিটাল, বৈজ্ঞানিক ও পারিপার্শ্বিক তথ্য প্রমাণ ও সিবিআইয়ের দেওয়া সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সঞ্জয়কে গত শনিবার দোষী সাব্যস্ত করে শিয়ালদহ আদালত।
গত বছর ৯ অগাস্ট আরজি করের সেমিনার হল থেকে তরুণী চিকিত্সকের দেহ উদ্ধার করা হয়। ১০ অগাস্ট গ্রেফতার করা হয় সিভিক ভল্যান্টিয়ায় সঞ্জয় রায়কে। ১৩ অগাস্ট ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ৭ অক্টোবর আদালতে চার্জশিট পেশ করে সিবিআই। সেখানে একমাত্র অভিযুক্ত হিসেবে সঞ্জয়ের নাম উল্লেখ করা হয়। গত ৪ নভেম্বর সঞ্জয়ের বিরুদ্ধে চার্জ গঠন করে আদালত। ১১ নভেম্বর শিয়ালদহ আদালতে শুরু হয় বিচার প্রক্রিয়া। এবছর ১১ জানুয়ারি ৫৫ জনের সাক্ষ্য গ্রহণের পর শেষ হয় বিচারপর্ব। আর গত শনিবার অর্থাত্ ১৮ জানুয়ারি দোষী সাব্যস্ত হয় সঞ্জয় রায়। এরপর গোটা দেশের নজর সাজা ঘোষণার দিকে।
আর জি কাণ্ডের বিচারের দাবিতে উত্তাল হয়েছিল কলকাতা-সহ গোটা রাজ্য। অনেকেরই দাবি ছিল, দোষীর ফাঁসি চাই। বিদেশের মাটিও উত্তাল হয়েছিল দোষীর শাস্তির দাবিতে। সঞ্জয়কে দোষী সাব্য়স্ত করার সময়ে বিচারক অনির্বাণ দাস জানিয়ে দিয়েছেন, যে যে ধারায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয়েছে তাতে সঞ্জয়েরে ফাঁসি পর্যন্ত হতে পারে। ফলে আগামিকাল সোমবার সঞ্জয়ের ফাঁসি নাকি যাবজ্জীবন, নজর থাকবে গোটা দেশের।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)