নাবালকের‌ যৌন‌ হেনস্থার অপরাধে দোষীর ২০ বছরের সাজা ঘোষণা জেলা আদালতের! এই প্রথম এত বড় মাপের সাজা‌ এখানে…।Jalpaiguri District Court announces 20 years of imprisonment in POCSO accused man physically assaulted a minor boy


প্রদ্যুত দাস: এক নাবালককে‌ যৌন হেনস্থার‌ অভিযোগে‌ ২০ বছরের সশ্রম কারাদণ্ড হল অভিযুক্ত যুবকের। সোমবার জলপাইগুড়ি জেলা আদালতের বিচারক এই সাজার‌ কথা ঘোষণা করেন।

আরও পড়ুন: RG Kar Incident Verdict: আরজি কর-কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার পরই বিস্ফোরক সঞ্জয়! ‘আইপিএস অফিসার’, ‘রুদ্রাক্ষ’…এসব কী বলছে সে?

কোন‌ও নাবালককে‌ যৌন‌ হেনস্থার ঘটনায় জলপাইগুড়ি জেলা আদালতে এই প্রথম এত বড়মাপের সাজা‌ হল‌ কোন‌‌ও আসামির। চা-বাগানে নিয়ে গিয়ে ৭ বছরের ওই নাবালকের উপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। ২০১৯ সালের ২৯ অক্টোবরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল জলপাইগুড়ির রাজগঞ্জ এলাকায়। 

স্থানীয় একটি কালী পুজোর মণ্ডপের পাশে বন্ধুদের সঙ্গে খেলছিল ৭ বছরের ওই নাবালক। ওই সময় পাড়ার এক যুবক তার হাতে‌ পাঁচ টাকা দিয়ে এলাকার একটি চা-বাগানে ঘুরতে নিয়ে যায়। তারপর সেখানে তার উপর যৌন নির্যাতন চালায় ওই যুবক। এতে গুরুতর‌ অসুস্থ হয়ে পড়ে ওই নাবালক। বাড়ির লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসার জন্য নিয়ে আসে।

আরও পড়ুন: Sanjay Roy’s Mother on Conviction: ‘ওর ফাঁসি হলে আমি একা-একা কাঁদব! ব্যাপারটিকে নিয়তি বলেই মেনে নেব!’ মর্মস্পর্শী সঞ্জয়ের বৃদ্ধা মা…

সেদিন‌ই রাজগঞ্জ থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের হয়। এরপর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিস। সেই মামলার সাজা ঘোষণা হয় সোমবার। জলপাইগুড়ি জেলা আদালতের সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন, জলপাইগুড়ি জেলা আদালতে বিচারকের এই রায়ের ঘটনা খুবই বিরল। কোন‌ও নাবালকের উপর‌ যৌন‌ নির্যাতনের সাজা ঘোষণা জলপাইগুড়িতে এটাই প্রথম। অভিযুক্ত যুবককে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আসামিকে‌ আ‌রও এক মাস জেলে থাকতে হবে। এক‌ই সঙ্গে নির্যাতিত নাবালককে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য জেলা আইনি সহায়তা কেন্দ্রকে আদেশ দিয়েছেন বিচারক।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *