জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি আটক করা হয়েছে সইফ আলি খানের ওপর হামলায় অভিযুক্ত মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদকে। জানা যায় সে আসলে বাংলাদেশি। বাংলাদেশের সংবাদমাধ্যমের দাবি ওই ব্যক্তি ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামের বাসিন্দা। প্রকাশ্যে এল শরিফুলের হাড়হিম করা ক্রিমিনাল রেকর্ড।
বলি তারকার উপর হামলার তিনদিন পর গত রবিবার ভোরে, মহারাষ্ট্রের থানে থেকে গ্রেফতার করা হয়েছিল শরিফুলকে। ধৃত হামলাকারী মহম্মদ শরিফুল আসলে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলেই জানা গিয়েছিল। ঘটনার ৫-৬ মাস আগেই সে মুম্বইতে চলে এসেছিল। যদিও সরিফুল নিজেকে বিজয় দাস নামেই পরিচয় দিয়েছিল বলে জানায় পুলিস। এবার বাংলাদেশে খুঁজে পাওয়া গেল শরিফুলের ক্রিমিনাল রেকর্ড।
বাংলাদেশ সংবাদমাধ্যমের দাবি, শরিফুলের বিরুদ্ধে রয়েছে একাধিক খুনের মামলা। রয়েছে চুরি ছিনতাইয়ের একাধিক অভিযোগ। সে নলছিটি থানায় হত্যাসহ একাধিক মামলার আসামি। হত্যা মামলার পর সে এলাকা ছেড়ে আত্মগোপনে ছিল। পরিবারের সঙ্গেও ছিলে না তার কোনও যোগাযোগ। নলছিটি থানার পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও শেহজাদের পরিবারের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। এলাকায় সে ভাড়ায় মোটরসাইকেল চালাত।
মোল্লারহাট ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মোল্লারহাট ইউনিয়ন সভাপতি মো. আব্দুস সালাম জানান, ২০১৭ সালে নলছিটির মোল্লারহাট সড়কের স্টিল ব্রিজ নামক স্থানে ভাড়ায় মোটরসাইকেলের চালক রফিকুল ইসলামকে হত্যার ঘটনায় রাজাবাড়িয়া গ্রামের মুহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদকে আসামি সাব্যস্ত করা হয়। এই ঘটনার পরে সে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।
এলাকায় থাকাকালীন সময়ে সে ছিনতাই, চুরি ও মারামারিসহ সকল ধরনের অপকর্মের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম বলেন, ‘আমাদের কাছে এখনো কোনও বার্তা আসেনি। তবে শেহজাদের বিরুদ্ধে নলছিটি থানায় এবং ঢাকায় হত্যা মামলা রয়েছে। সে ছিনতাইয়ের সঙ্গেও জড়িত ছিলো বলে পুলিশের কাছে একাধিক অভিযোগ আছে’।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)